Piyare Aaqa Ka Wisal e Zahiri

Book Name:Piyare Aaqa Ka Wisal e Zahiri

হয়েছে আর যা কিয়ামত পর্যন্ত সংগঠিত হবে, সবকিছু) জানেনতিনি দুনিয়া থেকে পর্দা কখন করবেন, সেটাও তিনি জানতেন, তিনি অনেকবার সেটার দিকে ইঙ্গিতও দিয়েছেন, বিদায় হজ্বের সময় রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অনেকবার ইরশাদ করেছেন: লোকেরা! আমার কাছ থেকে দ্বীন শিখে নাও! হয়তো আগামী বছর তোমাদের সাথে আমি আর থাকবো না (তারিখে তাবারী, /২০৫ পৃ:)

 

          একবার হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا এর কাছে কেউ জিজ্ঞাসা করলেন: রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কি জানা ছিলো যে, তিনি কখন দুনিয়া থেকে পর্দা করবেন? সাহাবীয়ে রাসূল হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا বললেন: জ্বি! (তিনি জানতেন) আল্লাহ পাক নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বেছালের আলামত এই সূরার মধ্যে বর্ণনা করেছেন, ইরশাদ করলেন: (লাত্বায়িফুল মাআরিফ, ১৪২ পৃ:)

اِذَا  جَآءَ  نَصۡرُ اللّٰہِ  وَ  الۡفَتۡحُ ۙ﴿۱﴾  وَ  رَاَیۡتَ النَّاسَ یَدۡخُلُوۡنَ فِیۡ  دِیۡنِ اللّٰہِ  اَفۡوَاجًا ۙ﴿۲﴾ فَسَبِّحۡ  بِحَمۡدِ رَبِّکَ
وَ اسۡتَغۡفِرۡہُ  ؕؔ اِنَّہٗ کَانَ  تَوَّابًا ٪﴿۳﴾

(পারা: ৩০, সূরা নাছর, আয়াত: -)               কানযুল ঈমান থেকে অনুবাদ: যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে, আর আপনি লোকদেরকে দেখবেন যে, আল্লাহর দ্বীনে দলে দলে প্রবেশ করছে, অতঃপর আপনি প্রতিপালকের প্রশংসাকারী অবস্থায় তাঁর পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা চাননিশ্চয় তিনি অত্যন্ত তাওবা কবুলকারী

 

          এই মুবারক সূরাটির সারাংশ হলো; হে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! যখন আল্লাহ পাক আপনাকে শহরের উপর বিজয়ী দান করেছেন, যেই দ্বীনের দাওয়াতের জন্য আপনি তাশরীফ এনেছেন, মানুষ সেই দ্বীনের মধ্যে দলে দলে প্রবেশ করতে থাকবে, তো হামদ ইস্তিগফার করা অবস্থায় আমার সাথে সাক্ষাত করার জন্য প্রস্তুত হয়ে যান কেননা যেই পয়গাম পৌঁছানোর জন্য আপনাকে প্রেরণ করা হয়েছিলো, সেই উদ্দেশ্য পূরণ হয়ে গেছে

 

বেছাল হওয়ার পুরো ঘটনা

          ইমাম বাকের رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হতে বর্ণিত: রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যাহেরী বেছালের ৩দিন পূর্বে ফেরেশতাদের সর্দার হযরত জীব্রাইল আমিন عَلَیْہِ السَّلَام খিদমতে উপস্থিত হলেন, আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মানের জন্য বিশেষভাবে এই সময় আপনাকে প্রেরণ করেছেন, আল্লাহ পাক বলেন: হে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনি নিজেকে কেমন পেয়েছেন? বললেন: হে জীব্রাইল! আমি চিন্তিত

          দ্বিতীয়দিন হযরত জীব্রাইল আমিন عَلَیْہِ السَّلَام উপস্থিত হলেন, এই বিষয়টি আরয করলেন, তৃতীয়দিন উপস্থিত হলেন, এবার হযরত মালাকুল মউত عَلَیْہِ السَّلَام সাথে ছিলেন, তিনি বাহিরেই দাঁড়িয়ে রইলেন, হযরত জীব্রাইল আমিন عَلَیْہِ السَّلَام উপস্থিত হয়ে তাঁর অবস্থাদি