Piyare Aaqa Ka Wisal e Zahiri

Book Name:Piyare Aaqa Ka Wisal e Zahiri

 

জ্বর মাথা ব্যথা একটি মুবারক রোগ

          এটা থেকে বোঝা গেলো যে, মাথা ব্যথা অনেক মুবারক রোগসায়্যিদি লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: মাথা ব্যথা জ্বর মুবারক রোগ যেটা আম্বিয়ায়ে কেরামদের عَلَیْهِمُ السَّلَام হতো (মালফুযাতে লা হযরত, ১১৮ পৃ:)

 

মাথা ব্যথার শোকরিয়া আদায়ার্থে ৪০০ রাকাত নফল

          বর্ণিত আছে: হযরত ফাতাহ মূসলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একবার মাথা ব্যথা হলো তো খুশি হয়ে বললেন: আল্লাহ পাক আমাকে রোগ দান করেছেন যেটা আম্বিয়ায়ে কেরামদের عَلَیْهِمُ السَّلَام হতো, অতঃপর তিনি এটার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে ৪০০ রাকাত নফল আদায় করলেন

(সিয়ারু লামিন নুবলা, নং: ১৬৯৭, ফাতাহ বিন সায়্যিদুল মূসলী, /১৭৯ পৃ:, সামান্য পরিবর্তন সহকারে)

          سُبْحَانَ الله! চিন্তা করে দেখুন! প্রথমতো এরা আল্লাহ পাকের নেককার বান্দা ছিলো যে মাথা ব্যথা হলো তো শোকরিয়া আদায়ার্থে ৪০০ রাকাত নফল আদায় করেছেন আরেক হলাম আমরা...!! আমাদের তো সামান্য কোন রোগ হলেই জামাত ছেড়ে দিই, অনেক সময় সামান্য মাথা ব্যথা হয় আর লোক ঘরেই নামায পড়ে নেয় বরং অনেকে তো নামাযই কাযা করে বসে....!! আল্লাহ পাক আমাদেরকে হিদায়ত নসীব করুন রোগ হওয়াটাও এক প্রকার নিয়ামত কেননা এটার ওসিলায় গুনাহ মুছে যায়, নেকী পাওয়া যায় মর্যাদা বৃদ্ধি হয় সুতরাং যদি কখনো রোগ হয় তবে ধৈর্যধারণ করুন! যিকরুল্লাহ করুন! সম্ভব হয় তো নেক কাজ বৃদ্ধি করুন! اِنْ شَآءَ الله অনেক বরকত নসীব হবে

 

মাথা মুবারকে পট্রি বাঁধলেন

          সাহাবীয়ে রাসূল হযরত আবু সায়্যিদ খুদরী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমরা মসজিদে ছিলাম, হুযুরে আনওয়ার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাশরিফ আনলেন, তিনি ব্যথার কারণে মাথায় পট্রি বেঁধেছিলেন, আমরা তাঁর চারপাশে একত্রিত হলাম, অতঃপর তিনি খুতবা প্রদান করলেন

(মুসান্নাফ ইবনে আবি শায়বা, কিতাবুল মাগাযি/৫৬৮, হাদীস: ১৭)

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! অনুমান করুন! সে সাহাবায়ে কেরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان যারা প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে অগাধ ভালোবাসতেন, তারা যদি কাটাও বিদ্ধ হয়, সেটার জন্য তাঁরা নিজেদের প্রাণ দিতে প্রস্তুত থাকতেন, যখন তাঁরা নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মাথা মুবারকে পট্রি বাঁধা দেখেছেন তখন না জানি অন্তরে কি চলছিলো...!!

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد