Piyare Aaqa Ka Wisal e Zahiri

Book Name:Piyare Aaqa Ka Wisal e Zahiri

ওমর رَضِیَ اللهُ عَنْہُ এমন ভাবে ব্যাকুল হয়ে গেলেন যে তিনি উন্মুক্ত তলোওয়ার কাঁধে নিয়ে মদীনার অলি গলিতে এদিক সেদিক ঘুরা বেড়াচ্ছেন আর বলছিলেন: যদি কেউ এটা বলে যে রাসূলে করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ওফাত লাভ করেছেন তাহলে আমি এই তলোওয়ার দিয়ে তার গর্দান উড়িয়ে দিবো (শরহুয যুরক্বানী, আল মকসদুল আশির, আল ফসলুল আউয়াল ফি ইতমামিহি, ১২/১৩৮ পৃ:) * এইভাবে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রিয় শাহজাদী হযরত ফাতেমাতুয যাহরা رَضِیَ اللهُ عَنْہَا উপর পেরেশানের যেই পাহাড় ভেঙ্গে পড়লো, সেটা বর্ণনা করা অসম্ভববেছারে মুস্তফা * এরপর তিনি এই পংক্তিটি পাঠ করেছিলেন:

صُبَّتْ   عَلَى   الأَيَّامِ   عُدْنَ   لَيَالَيَا                  صُبَّتْ ‌عَلَيَّ ‌مَصَائِبٌ لَوْ أَنَّهَا

 

          অনুবাদ: আমার উপর মুসবিত এসেছে যদি সেটা দিনের বেলায় আসতো তাহলে আলোকিত দিন শোকে অন্ধকার হয়ে যেতো

          * একই ভাবে হযরত আব্দুল্লাহ বিন যায়েদ رَضِیَ اللهُ عَنْہُ নিকট যখন বেছালের সংবাদ পৌঁছলো, তখন তিনি ক্ষেতের কাজ করছিলেন, শোক সংবাদ শুনে তিনি দোয়া করলেন: হে আল্লাহ পাক! আমার চোখের দৃষ্টিশক্তি নিয়ে নাও কারণ এখন আমি তোমার হাবিব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পর অন্য কাউকে দেখতে পারবো না(মাদারিজুন নবুওয়াত, / ৪৪৪)

          ভাগ্য ভালো! আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের عَلَیْہِمُ الرِّضْوَان সাহস শক্তি দ্বারা ধন্য করেছেন, হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ খুতবা দিলেন, যেটা শুনে সাহাবায়ে কেরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان অজ্ঞান হয়ে গেলেন এরপর গোসল কাফন ইত্যাদির ব্যবস্থা করা হলো

 

আম্বিয়ায়ে কেরামদেরও মৃত্যু আসে

          প্রিয় ইসলামী ভাইয়েরা! রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উপর মৃত্যু এসেছে, এতে কোন সন্দেহ নেই তবে এই বিষয়টিও মনে রাখবেন! নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উপর মৃত্যু এসেছে তবে সেটা কিছুক্ষণের জন্য ছিলো, এরপর তাঁকে ঠিক আগের মতই জীবন দান করা হয়েছে

 

কুরআনে পাকের একটি আয়াতের ব্যাখ্যা

          একবার পীর মেহের আলী শাহ সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খিদমতে এক ব্যক্তি উপস্থিত হলো, আরয করলো: আল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন:

اِنَّکَ مَیِّتٌ وَّ  اِنَّہُمۡ  مَّیِّتُوۡنَ

(পারা: ২৩, সূরা যুমার, আয়াত: ৩০)             কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় আপনাকেও ইন্তিকাল করতে হবে এবং তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে