Piyare Aaqa Ka Wisal e Zahiri

Book Name:Piyare Aaqa Ka Wisal e Zahiri

বরকতে আমরা সুন্নাতের উপর আমলকারী হয়ে যাবো আল্লাহ পাক আমাদেরকে সুন্নাতের অনুসারী বানিয়ে দিক اٰمِين

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সালাম দেয়ার সুন্নাত আদব

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর রিসালা “১০১ মাদানী ফুল” থেকে সালাম দেয়ারসুন্নাত আদব শুনি: *মুসলমানদের সাথে সাক্ষাত করার সময় তাকে সালাম দেয়াসুন্নাত * মাকতাবাতুল মদীনার কিতাব বাহারে শরীয়ত খন্ড পৃষ্ঠা ৪৫৯ লিখা রয়েছে যার সারাংশ হলো: সালাম দেয়ার সময় অন্তরে এই নিয়্যত রাখা যে, যাকে সালাম দিচ্ছি তার মাল সম্মান সবকিছু আমার হেফাযতে আর আমি সেগুলোর মধ্যে হতে কোন কিছুতে হস্তক্ষেপ করাকে হারাম মনে করি (বাহারে শরীয়ত, /৪৫৯ পৃ:, অংশ: ১৬) * দিনে যতবারই সাক্ষাত হোক না কেনো, এক কক্ষ থেকে অন্য কক্ষে বার বার আসা যাওয়া করার সময় উপস্থিত থাকা মুসলমানদের সালাম দেয়া সাওয়াবের কাজ * আগে সালাম দেয়া সুন্নাত * আগে সালাম প্রদানকারী আল্লাহ পাকের প্রিয় * আগে সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত, যেমনটি আমাদের প্রিয় নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী: আগে সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত

(শুয়াবুল ঈমান, /৪৩৩ পৃ:, হাদীস: ৮৭৮৬)

 

ঘোষণা

          সালাম দেয়ার অবশিষ্ট সুন্নাত আদব তরবিয়্যতি হালকায় বলা হবে সুতরাং সেগুলো জানার জন্য তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশ গ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত

৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া

 

(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ

الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

        বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন

 (আফযালুস সালাওয়াতি আলা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)