Piyare Aaqa Ka Wisal e Zahiri

Book Name:Piyare Aaqa Ka Wisal e Zahiri

জিজ্ঞাসা করলেন, অতঃপর হযরত মালাকুল মউত عَلَیْہِ السَّلَام ভিতরে আসার অনুমতি চাইলেন, হযরত জীব্রাইল عَلَیْہِ السَّلَام আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! ইনি মালাকুল মউত عَلَیْہِ السَّلَام, আপনার খিদমতে উপস্থিত হওয়ার অনুমতি (Permission) চাইছেন, তিনি আপনার পূর্বে আর কারো কাছে অনুমতি চাননি, আপনার পরেও আর কারো কাছে অনুমতি চাইবেন নারাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে ভিতরে আসার অনুমতি দিলেনহযরত মালাকুল মউত عَلَیْہِ السَّلَام ভিতরে আসলেন, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে আদব সহকারে দাঁড়িয়ে গেলেন আর আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আপনি যা বলবেন তার উপর আমল করবো, যদি হুকুম করেন তো রুহ মুবারক নিয়ে নিবো আর যদি হুকুম করেন তো রেখে দিবোরাসূলে করীম, রঊফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: হে মালাকুল মউত! তুমি কি আসলেই এরকম করবে? তিনি বললেন: জ্বি! ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমাকে এই বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে এতে হযরত জীব্রাইল عَلَیْہِ السَّلَام আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আল্লাহ পাক আপনার অপেক্ষায় আছেনসুতরাং নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত মালাকুল মউত عَلَیْہِ السَّلَام কে রুহ কবজ করার অনুমতি দিলেন

(শারহুয যুরক্বানী, আল মাক্বসদুল আশির, আল ফাসলুল আউয়াল ফি ইতমামিহি, ১২/১২৭ পৃ:)

 

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বেছাল মুবারকে

সাহাবায়ে কেরামদের অবস্থা

        প্রিয় ইসলামী ভাইয়েরা! নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুনিয়া থেকে বিদায় নেয়াটা সাহাবায়ে কেরামদের عَلَیْہِمُ الرِّضْوَان জন্য কোন কিয়ামতের চেয়ে কম নয়, নবুয়তের সেই উজ্জল প্রদীপ যিনি কিছু দিন নুরানী চেহারার দীদার না করালে তাঁদের মন অস্থির হয়ে যেতো, স্পষ্ট যে, ঐসব আশিকানের রাসূলের জন্য নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বিচ্ছেদের পেরেশানী কত বড় পাহাড়ে পরিণত হয়ে ধ্বসে পড়েছেজলীলুল কদর সাহাবায়ে কেরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان এই বিচ্ছেদের ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, তাদের বিবেক হারিয়ে গেলো, বাকরুদ্ধ হয়ে হলো, তাদের জন্য এই চিন্তাধারাও কঠিন হয়ে গেলো যে এখন কোথায় কি করবে? * হযরত ওসমানে গণি رَضِیَ اللهُ عَنْہُ এর উপর এমন ভাবাবেগ সৃষ্টি হয়েছিলো যে, তিনি এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলেন কিন্তু কাউকে কিছু বলতেন না, আর কারো কথা শুনতেন না (শরহুয যুরক্বানী, আল মাকসদুল আশির, আল ফসলুল আউয়াল ফি ইতমামিহি, ১২/১৪৩ পৃ:) * হযরত আলীউল মুরতাদা رَضِیَ اللهُ عَنْہُ পেরেশান শোকে কাতর হয়ে এমন হয়ে গেলেন তাঁর উঠা, বসা চলাফেরা করার শক্তিও রইলো না * হযরত আব্দুল্লাহ বিন উনাইস رَضِیَ اللهُ عَنْہُ এর হৃদয়ে এমন ধাক্কা লেগেছে যে তিনি সেটার আঘাত সহ্য করতে পারেননি, তাঁর হার্টফেল হয়ে গেলো * হযরত