Piyare Aaqa Ka Wisal e Zahiri

Book Name:Piyare Aaqa Ka Wisal e Zahiri

          হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ে নিন কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শ্রবণ করার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন নিয়্যত করুন! * ইলম অর্জন করার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ানের মাঝখানে উদাসিনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শ্রবণ করবো * যা শুনবো তা অন্যের নিকট পৌঁছিয়ে দেয়ার চেষ্টা করবো।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

          প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه দরূদ শরীফ একটি অমূল্য (Priceless) নিয়ামত, এটার বরকতে বিপদ দূর হয়, দারিদ্রতা সচ্ছলতায় পরিণত হয়, গুনাহ মুছে যায়, রহমতের রিমঝিম বৃষ্টি বর্ষিত হয় আরেকটি অন্যতম উপকার হলো (Benefit) এটাই যে, দরূদ শরীফ পাঠকারীর দরূদ রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দরবারে পৌঁছে থাকে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কৃপা দৃষ্টি নসীব হয়ে থাকে এবং রাসূলে পাক
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم চান তো তাঁর গোলামদের দীদারের অমিয় সুধাও পান করিয়ে থাকেন

          আল্লাহ পাক আমাদেরকে অধিক হারে দরূদে পাক পাঠ করার তাওফিক দান করুক আর হায়! শতকোটি আফসোস! দরূদে পাকের বরকতে আমাদের আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দয়ার দৃষ্টি নসীব হয়ে যায় তো  اِنْ شَآءَ الله উভয় জাহানের তরী পার হয়ে যেতো

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

মৃত্যুরোগটি কখন শুরু হয়েছে?

          সাহাবীয়ে রাসূল মুওয়াইহাবা رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, তিনি বলেন: রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে আল্লাহ পাক হুকুম দিলেন যে, জান্নাতুল বাকীতে দাফন হওয়া সৌভাগ্যবানদের জন্য মাগফিরাতের দোয়া করুন, সুতরাং তিনি রাতে তাদের জন্য ক্ষমার দোয়া করলেনদ্বিতীয়বার তিনি জান্নাতুল বাকীতে যেতে লাগলেন, সেটা অর্ধরাত ছিল, তিনি আমাকে বললেন: হে আবু মুওয়াইহাবা! আমাকে জান্নাতুল বাকীতে দাফনকৃত লোকদের মাগফিরাতের দোয়া করার নির্দেশ দেয়া হয়েছে, আমার বাহন প্রস্তুত করো! হযরত মুওয়াইহাবা বললেন: আমি বাহন প্রস্তুত করলাম, তিনি বাহনে আরোহন করলেন, আমি পায়ে হেঁটে জান্নাতুল বাকীর দিকে রওনা হলাম, জান্নাতুল বাকীতে গিয়ে তিনি বাহন থেকে নামলেন, আমি বাহন মুবারকটিকে ধরলাম, তিনি এক স্থানে দাঁড়ালেন আর জান্নাতুল বাকীর অধিবাসীদের সালাম দিলেন: اَلسَّلَامُ عَلَیْکُمْ یَا اَهْلَ الْمَقَابِرِ হে কবরবাসীরা! তোমাদের উপর সালাম বর্ষিত হোক তিনি জান্নাতুল বাকীর অধিবাসীদের সাথে কিছু কথাও বললেন, এরপর আমার দিকে মনোযোগী হলেন আর ইরশাদ করলেন: হে মুওয়াইহাবা! আমাকে দুনিয়ার ধন ভান্ডারের চাবি দান করা হয়েছে, আর আমাকে অধিকার দেয়া হয়েছে যে চান তো সর্বদা দুনিয়াতে থাকুন অথবা জান্নাতে চলে যান অথবা এখনই আল্লাহ পাকের দরবারে হাযির হয়ে যান