Piyare Aaqa Ka Wisal e Zahiri

Book Name:Piyare Aaqa Ka Wisal e Zahiri

          হযরত আবু মুওয়াইহাবা رَضِیَ اللهُ عَنْہُ তৎক্ষণাৎ বললেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনার উপর আমার পিতামাতা উৎসর্গ হোক! সর্বদা এখানে থাকার, শেষে জান্নাতে যাওয়াকে গ্রহণ করে নিন! নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: না...! হে আবু মুওয়াইহাবা! আমি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করাটাকে গ্রহণ করে নিয়েছি

          এই কথাগুলোর পর তিনি জান্নাতুল বাকীর অধিবাসীদের মাগফিরাতের জন্য দোয়া করলেন আর পূনরায় ফিরে গেলেন, এর আগের দিন তাঁর ব্যথা শুরু হলো, সেই ব্যথায় তাঁর জাহেরী বেছাল হয়ে গেলো

মুসনদে ইমাম আহমদ, /৫২৮, পৃ: ৫২৮, হাদীস: ১৬৪১৮-১৬৪১৯)

 

মাথা ব্যথা থেকে বেছাল হওয়ার ব্যাধি শুরু হয়

          প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বেছাল হওয়ার রোগ মাথা ব্যথা (Headache) থেকে শুরু হয়েছেযেমনটি মুসলমানদের প্রিয় আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কোন সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ জানাযা দাফন কার্যাদি শেষ করে জান্নাতুল বাকীতে পূনরায় তাশরীফ নিলেন, তখন আমার মাথা ব্যথা করছিলো, আমি বললাম: হায় আমার মাথা...!! তিনি ইরশাদ করলেন: হে আয়েশা! (তোমার নয়) বরং আমার মাথা...!! তখন থেকে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বেছাল হওয়ার রোগ শুরু হলো

(মুসনদে ইমাম আহমদ, ১০/৫২৮, হাদীস: ২৬৬৫৯)

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! এই বর্ণনার মধ্যে বিবি আয়েশা তায়্যিবা তাহিরা رَضِیَ اللهُ عَنْہَا বড় মর্যাদা বর্ণনা করা হয়েছে, ওলামায়ে কেরামগণ বলেন: মূলত মাথা ব্যথা রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ছিলো, সেটার প্রভাব সায়্যিদা আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا এর হচ্ছিলো, এজন্য তিনি বললেন: হে আয়েশা! বরং আমার মাথা! অর্থাৎ হে আয়েশা! মূলত মাথা ব্যথা তোমার করছে না বরং আমার করছে, আমার মাথা ব্যথার প্রভাব তুমি অনূভব করছো (মিরআতুল মানাজীহ, /৩০৬)

          سُبْحَانَ الله! এটা থেকে প্রতীয়মান হলো’; সায়্যিদা আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا ইশকে রাসূলে এই মর্যাদায় পৌঁছে গিয়েছিলেন যে মূলত দুইটি দেহ এক প্রাণ ছিলো, ব্যথা নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হচ্ছিলো, সেটার প্রভাব সায়্যিদা আয়েশা رَضِیَ اللهُ عَنْہَا এর উপর পড়ছিলো, এটাকে:
فَنَا فِی الرَّسُوْل বলে

 

মাথা ব্যথা অধিকাংশ সময় খিদমতে উপস্থিত থাকতো

          প্রিয় ইসলামী ভাইয়েরা! নবী করীম রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বেছাল করার রোগের শুরু মাথা ব্যথা থেকে হয়েছেতাঁর খিদমতে সেই ব্যথার হাযেরী শুধুমাত্র তখন হয়নি বরং পুরো অথবা অর্ধ মাথা ব্যথা অধিকাংশ সময় খিদমতে উপস্থিত থাকতো (লাত্বায়িফুল মাআরিফ, ১৪৭ পৃ)