Book Name:Quran Ki Taseer
পড়লে ১০টি নেকি পাওয়া যায় আর রমযানুল মুবারকে এর সাওয়াব বেড়ে যায়। আহ! কুরআনে করীমের তিলাওয়াতকে নিজের অভ্যাসে পরিনত করুন, বর্ণনা অনুযায়ী * কুরআন তিলাওয়াত উত্তম ইবাদত। (কানযুল ঈমান, কিতাবুল আযকার, ১ম অধ্যায়, ১/২৫৭. হাদিস ২২৬১) * কুরআনের একটি হরফ পড়লে ১০ টি নেকি পাওয়া যায়। (তিরমিযী, কিতাবুল ফাযায়িলে কুরআন, পৃ. ৬৭৬, হাদিস ২৯১০) * কুরআনে করীম পড়লে রহমত অবতীর্ণ হয়, ফেরেশতারা ডানা দ্বারা ছায়া প্রদান করেন এবং শান্তি অবতীর্ণ হয়। (মুসলিম, কিতাবুয যিকির ওয়াদ দোয়া, পৃ. ১০৩৯, হাদিস) * যে ব্যক্তি সকাল বেলা কুরআন খতম করবে, তবে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় খতম করে, তবে সকাল পর্যন্ত ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করবে। (কানযুল উম্মাল, কিতাবুল আযকার, ১ম অংশ, ১/২৩১৬) * কিয়ামতের দিন কুরআন তার পাঠকের জন্য শাফা'আত করবে। (মুসলিম, কিতাবুস সালাত, পৃ. ২৯০, হাদিস ৮০৪) * কুরআন পাঠক কুরআনে করীম পাঠ করা অবস্থায় জান্নাতের উচ্চ মর্যাদায় অধিষ্টিত হবে।
(আবু দাউদ, কিতাবুল বিতর, পৃ. ২৪১, হাদিস ১৪৬৪)
আল্লাহ পাক আমাদেরকে কুরআনে করীমের সত্যিকার ভালোবাসা নসীব করুক এবং এর উপর আমল করার তৌফিক দান করুন।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
ইতিকাফের কিছু ফযিলত
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه
দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে সারা বিশ্বে হাজার হাজার জায়গায় সম্মিলিত
ইতিকাফ করানো হয়। ইতিকাফ গুনাহ থেকে বাঁচার এবং রমযান মাস নেকিতে অতিবাহিত করার অন্যতম
মাধ্যম। আপনারাও পুরো রমযান মাস অথবা অন্তত শেষ দশদিনের সম্মিলিত ইতিকাফে অংশগ্রহণ
করুন! * আল্লাহ
পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
ইরশাদ করেন: যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এক দিন ইতিকাফ করবে, আল্লাহ
পাক তার এবং জাহান্নামের মাঝে তিনটি খন্দক প্রতিবন্ধক করে দিবেন, প্রতিটি খন্দকের দূরত্ব পূর্ব ও পশ্চিমের দূরত্বের চেয়েও বেশি। (শুয়াবুল
ঈমান, ৩/৪২৫, হাদিস ৩৯৬৫) * মুসলমানদের আম্মাজান হযরত আয়েশা
সিদ্দিকা তায়্যিবা, তাহিরা
رَضِیَ اللهُ عَنْہَا থেকে বর্ণিত: مَنْ
اِعْتَکَفَ اِیْمَاناً وَ اِحْتِسَابًا غُفِرَ
لَہٗ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِہٖ অর্থাৎ যে ব্যক্তি
ঈমান সহকারে এবং সাওয়াব অর্জনের নিয়তে ইতিকাফ করলো, তার পূর্ববর্তী গুনাহ
ক্ষমা করে দেওয়া হবে। (জামেয়ে সগির, পৃ. ৫১৬, হাদিস ৮৪৮০) * একটি
হাদিসে পাকে ইরশাদ হয়েছে: যে ব্যক্তি রমযানুল মুবারকে ১০ দিন ইতিকাফ করে নিলো,
সে এমন যেন ২টি হজ্জ এবং ২টি উমরা
করলো। (জামেয়ে সগির, পৃ. ৫১৬, হাদিস ৮৪৭৯)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
অনুদান সংগ্রহের প্রতি উৎসাহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামী সারা বিশ্বে নেকীর দাওয়াত প্রসারকারী আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন। আল্লাহ পাকের অনুগ্রহে * দাওয়াতে ইসলামী