Book Name:Quran Ki Taseer
কুরআনে করীম হলো শিফা
হে আশিকানে রাসূল! কুরআনে করীম যেভাবে রূহানী রোগের জন্য শিফাস্বরূপ, তেমনিই বাহ্যিক রোগের জন্যও অনন্য শিফাস্বরূপ (Treatment)। আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ نُنَزِّلُ مِنَ الْقُرْاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّ رَحْمَةٌ لِّلْمُؤْمِنِیْنَۙ-
কানযুল ঈমানের অনুবাদ: এবং আমি কুরআনের মধ্যে অবতীর্ণ করি ঐ বস্তু, যা ঈমানদারদের জন্য আরোগ্য ও রহমত।
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: কুরআন মাজীদ সকল রোগ থেকে মুক্তির মাধ্যম। (আল হাদীকাতুন নাদিয়া, ১/১৫৬)
অনন্য ঔষধ কুরআনে করীম
আল্লাহ পাকের সর্বশেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: خَیْرُالدَّوَاءِ اَلْقُرْاٰنُ অর্থাৎ অনন্য ঔষধ হলো কুরআনে করীম।
(ইবনে মাজাহ, পৃ. ৫৬৭, হাদিস ৩৫০১)
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দম করতেন
اَلْحَمْدُ لِلّٰه প্রিয় নবী, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এরও অভ্যাসের মধ্যে ছিল এবং সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان, বড় বড় আউলিয়ায়ে কিরাম رَحِمَہُمُ اللهُ السَّلَام এবং প্রায় সাড়ে ১৪শ বছর ধরে উম্মতের অভিজ্ঞতা সম্পন্ন কাজের অন্তর্ভুক্ত যে, কুরআনি আয়াত পাঠ করে দ্বারা দম করা, যার ফলে আল্লাহ পাক আরোগ্য দান করেন। মুসলমানদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পরিবারের কেউ যখন অসুস্থ হতো, তখন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সূরা ফালাক ও সূরা নাস পড়ে তার ওপর দম করতেন।
(মুসলিম, কিতাবুস সালাম, পৃ. ৮৬৬, হাদিস ২১৯২)
সাহাবিয়ে রাসূল দম করলেন
* একবার এক সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ বিষাক্ত বিচ্ছুর কামড়ে সূরা ফাতিহা পড়ে দম করেছেন, আল্লাহ পাক তাকে আরোগ্য দান করেন। (বুখারি, কিতাবুত তিব, পৃ. ১৪৫০, হাদিস ৫৭৩৬) * একজন সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ এর সম্প্রদায়ে এক পাগল ব্যক্তি ছিল, যাকে লোকেরা শিকল দিয়ে বেঁধে রাখতো, সাহাবিয়ে রাসূল رَضِیَ اللهُ عَنْہُ তিনদিন সকাল ও বিকাল ৩বার করে সূরা ফাতিহা পড়ে দম করেন। আল্লাহ পাক তাকে পাগলামী থেকে আরোগ্য দান করলেন।
(আবু দাঊদ, কিতাবুত তিব, পৃ. ৬১৩, হাদিস ৩৬৯৬, ৩৬৯৭)