Quran Ki Taseer

Book Name:Quran Ki Taseer

পড়ার কারণে কুরআন বুঝারও সুযোগ পাবো অতএব নিজেও নেক আমলের উপর আমল করুন এবং অন্যদেরও এর উৎসাহ দিন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

হাত মিলানোর সুন্নাত আদব

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শাখে তরীকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরি রযবী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা ১০১ মাদানী ফুল থেকে হাত মিলানোর কয়েকটি সুন্নাত ও আদব শুনি: প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দু’টি বাণী শ্রবণ করি: * যখন দুই মুসলমান একে অপরের সাথে সাক্ষাৎ করে মুসাফাহা তথা হাত মিলায় এবং একে অপরের কুশলাদি জিজ্ঞাসা করে, তবে আল্লাহ পাক তাদের মধ্যে একশত (১০০) রহমত অবতীর্ণ করেন, যার মধ্যে নিরানব্বইটি (৯৯) রহমত বেশি পরিতৃপ্তভাবে মেলামেশাকারী এবং ভালোভাবে একে অপরের কুশলাদী জিজ্ঞাসাকারীর জন্য হয়ে থাকে। (মুসনাদে আহমদ, ৪/২৮৪, হাদিস ১২৪৫৪) * যখন দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ করে এবং মুসাফাহা করে (হাত মিলিয়ে)  নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর দরূদ পাঠ করে, তখন তাদের দুজনের পৃথক হওয়ার পূর্বেই পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়। (বাহারে শরীয়ত, ১৬তম অংশ, ৩/৪৭২) * দুই মুসলমানের সাক্ষাতকালে সালাম দিয়ে দুই হাতে মুসাফাহা অর্থাৎ হাত মেলানো সুন্নাত। * বিদায়ের সময়ও সালাম দিন এবং হাতও মিলানো যেতে পারে। (বাহারে শরীয়ত, ১৬তম অংশ, ৩/৪৭১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

(ঘোষণা)

          হাত মিলানোর অবশিষ্ট সুন্নাত ও আদব তরবিয়তি হালকায় বর্ণনা করা হবে, অতএব তা জানতে তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহ করুন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                                                                                    صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد