Quran Ki Taseer

Book Name:Quran Ki Taseer

() কুরআনে করীম হিকমতের কিতাব

          প্রথম শান হলো যে, কুরআনে করীম হিকমতের কিতাব * গল্প, * উপন্যাস, * মিথ্যা কাহিনী এবং অপ্রয়োজনীয় গল্প পড়ার কারণে মানুষ মানসিক রোগী (Psychological Patient) হয়ে যায়, কিন্তু কুরআনে করীমের শান হলো যে, * এটি পাঠ করলে * এর তিলাওয়াত করলে জ্ঞান ও প্রজ্ঞা অর্জিত হয়। 

 

আজীবনের জন্য অনন্য উপদেশ

          হযরত যায়েদ ইবনে আসলাম رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত: একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলো প্রিয় নবী, সাইয়্যিদুল আম্বিয়া صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এক সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ কে ইরশাদ করলেন: এই (নতুন আগন্তুককে) কুরআন শেখাও! ওই সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ ঐ ব্যক্তিকে সূরা যিলযাল শেখানো শুরু করলেন। যখন তিনি সূরা যিলযালের সপ্তম আয়াত শেখালেন, তখন সেই ব্যক্তি বলল: ব্যস! আমার জন্য যথেষ্ট। সেই সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! সে এখন ৭টি আয়াতই শিখেছে আর বলছে: আমার জন্য যথেষ্ট! প্রিয় নবী, মক্কী মাদানী মোস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: তাকে ছেড়ে দাও! সে ফাকাহাত (অর্থাৎ ধর্মীয় উপলব্ধি) পেয়ে গেছে(তাফসীরে দুররে মানসুর, পারা ৩০, সূরা যিলযাল, ৮/৫৯৬)

 

(-) কুরআন রহমতের কিতাব এবং হেদায়তের কিতাব

          سُبْحٰنَ الله! এই হলো কুরআনের শান! প্রিয় ইসলামী ভাইয়েরা! সুরা লুকমানের আয়াতে কুরআনে করীমের (২) দ্বিতীয় বৈশিষ্ট্য এটাই বলা হয়েছে যে, কুরআনে করীম রহমতের কিতাব গল্প, উপন্যাস ইত্যাদি অপ্রয়োজনীয় গুনাহভরা বই পড়লে নেকি অর্জিত হয় না, মানুষের উপর রহমত অবতীর্ণ হয় না। কিন্তু কুরআনে করীম হলো সেই মহান কিতাব, যার একটি অক্ষরে ১০টি করে নেকি লাভ হয়। যখন কোনো ব্যক্তি কুরআন পাঠ করে, তখন আল্লাহ পাকের রহমত অবিরাম বর্ষিত হয় এবং (৩) এই পবিত্র কালামের তৃতীয় বৈশিষ্ট্য এটাও বর্ণনা করা হয়েছে যে, কুরআনে করীম হেদায়াতের কিতাব। এটি অভিজ্ঞতালব্ধ সত্য যে, যে ব্যক্তি

* গল্প * উপন্যাস * এবং মিথ্যা কাহিনী পড়াতে অভ্যস্ত, সে মানসিক রোগী হয়ে যায়। * সে কল্পনার জগতে বসবাস করতে থাকে * সমাজে (Society) নিজের ইতিবাচক ভূমিকা পালন করতে পারে না। * তার স্বভাব খিটখিটে হয়ে যায় এবং সেই তুলনায় সেই ব্যক্তি যে কুরআনে করীমের তিলাওয়াতে অভ্যস্ত হয়, অর্থ না বুঝেও কুরআনে করীমের তিলাওয়াত করে তার অন্তর কোমল হয়ে যায় * অন্তরে নেকির প্রতি আগ্রহ জন্মে * তার চরিত্রে (Character) ইতিবাচক পরিবর্তন (Positive Change) আসে। * তার যাহির ও বাতিনের পবিত্রতা নসীব হয়ে যায় * এবং সে সমাজের একজন অনন্য ব্যক্তি হয়ে ওঠে। আর যদি কুরআনে করীম বুঝে পড়ে, তবে তো বাহ...! سُبْحٰنَ الله! এমন সৌভাগ্যবানদের তো শানই অনন্য।