Book Name:Quran Ki Taseer
৮০টিরও বেশি বিভাগে (Departments) দ্বীনি খেদমত প্রদান করছে * দাওয়াতে ইসলামী এই পর্যন্ত হাজার হাজার মসজিদ, অসংখ্য ফয়যানে মদীনা (মাদানী মারকায) বানিয়েছে * ছেলে ও মেয়ে (Boys & Girls) দের আলাদাভাবে কুরআন শিক্ষা দেওয়ার জন্য এখন পর্যন্ত সারা বিশ্বে প্রায় ১২ হাজার ৬৯৯টি মাদরাসাতুল মদীনা স্থাপন করেছে, যেখানে প্রায় ৩ লক্ষ ৭৩ হাজার ৭২৯জন ছেলে-মেয়েকে কুরআন করীম হিফয ও নাযারার ফ্রি শিক্ষা দেওয়া হচ্ছে (বিঃদ্রঃ- এই রিপোর্টে মাদরাসাতুল মদীনা শর্ট টাইম বয়েজ, গার্লসও অন্তর্ভুক্ত) * আলিম ও আলিমা কোর্সের জন্য আলাদা আলাদা জামিয়াতুল মদীনা প্রতিষ্ঠিত রয়েছে। এখন পর্যন্ত ১,৫০০টি জামিয়াতুল মদীনা (Boys & Girls) স্থাপন করা হয়েছে, যেখানে প্রায় ১ লক্ষ ২৪ হাজার ছাত্র-ছাত্রীকে দরসে নিজামী (আলিম ও আলিমা কোর্স) ফ্রি করানো হচ্ছে। এখন পর্যন্ত ৩১ হাজার ২১১জন আলিম ও আলিমা কোর্স সম্পন্ন করেছে। * শরয়ী নির্দেশনার জন্য মুর্শিদের দেশে ১৭টি দারুল ইফতা আহলে সুন্নাত প্রতিষ্ঠিত হয়েছে, মুফতিয়ানে কিরাম উম্মতের শরয়ী নির্দেশনা দিতে সদা ব্যস্ত রয়েছে, এতে বাৎসরিক গড়ে প্রায় ১ লক্ষ ৭০ হাজার প্রশ্নের বিভিন্নভাবে (যেমন; সরাসরি, ফোনের মাধ্যমে, ওয়াটসআপ, ই-মেইল ইত্যাদি) উত্তর দেওয়া হয়। এবং * আল মদীনাতুল ইলমিয়া (Islamic Research Canter) এর বিভিন্ন বিষয়ে ৯৩২টি দ্বীনি কিতাব প্রকাশিত হয়েছে এবং এর ধারাবাহিকতা অব্যাহত রয়েছে * اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর মাদানী চ্যানেল বর্তমানে ৩টি ভাষা উর্দু, ইংরেজি ও বাংলায় স্যাটেলাইটে সম্প্রচারিত হচ্ছে। ওয়েব চ্যানেলে আরবী চ্যানেলও রয়েছে। বিভিন্ন দেশের স্থানীয় ভাষায় (Local Language) শর্ট ক্লিপ ডাবিং (Dubbing) করে চলানো হয়। শিশুদের জন্য কিডস মাদানী চ্যানেলে (Kids Madani Channel) এর মাধ্যমে দ্বীনি প্রশিক্ষণের চেষ্টা অব্যাহত রয়েছে।
আপনিও দ্বীনের খেদমতের এই কাজে অংশগ্রহণ করুন! আপনার দান দাওয়াতে ইসলামীকে দিন, আপনার চাঁদা যেকোন জায়িয, দ্বীনি, সংশোধনমুলক, সামাজিক, রূহানী ও কল্যাণমূলক কাজে খরচ করা হবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
নেক আমল নম্বর ৬ এর উৎসাহ:
প্রিয় ইসলামী ভাইয়েরা! তিলাওয়াতে কুরআন এবং অন্যান্য নেক আমলের প্রেরণা পেতে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং ১২টি দ্বীনি কাজে অংশগ্রহণ করুন। শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ কর্তৃক প্রদত্ত ৭২টি নেক আমলের পুস্তিকা পূরন (Fill) করার অভ্যাস গড়ে তুলুন। এই ৭২টি নেক আমলের মধ্যে একটি নেক আমল নম্বর ৬ হলো: আজ কি আপনি কানযুল ঈমান ও খাযাইনুল ইরফান বা নূরুল ইরফান থেকে কমপক্ষে তিন আয়াত অনুবাদ এবং তাফসীর সহকারে পড়েছেন অথবা শুনেছেন? অথবা সিরাতুল জানান এর কমপক্ষে দুই পৃষ্ঠা পড়েছেন বা শুনেছেন? এই নেক আমলের উপর আমল করার বরকতে শুধু আমরা কুরআন তিলাওয়াতের সুযোগ পাবো না বরং তাফসীর সহকারে