Book Name:Quran Ki Taseer
গুনাহগার তাওবার তৌফিক পেয়ে গেল
হযরত আবু হাশিম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার আমি বসরায় যাওয়ার জন্য একটি নৌকায় উঠলাম। নৌকায় এক ব্যক্তি ছিল, যার সঙ্গে তার এক দাসীও ছিল। কিছু দূর যাওয়ার পর, সেই ব্যক্তি তার দাসীকে বলল: শরাব (মদ) নিয়ে আসো! সে মদ আনল, লোকটি পান করতে লাগল। এরপর দাসী গান গাইতে শুরু করল। অতঃপর লোকটি আমার দিকে তাকালো এবং বলল: তোমার নিকট কি এর (গানের) চেয়ে ভালো কিছু আছে? আমি বললাম: হ্যাঁ! আমার নিকট এর চেয়েও অনেক উত্তম কিছু রয়েছে। লোকটি বলল: শুনাও! আমি এই আয়াত তিলাওয়াত করলাম:
اِذَا الشَّمْسُ كُوِّرَتْﭪ(۱) وَ اِذَا النُّجُوْمُ انْكَدَرَتْﭪ(۲) وَ اِذَا الْجِبَالُ سُیِّرَتْﭪ(۳)
(পারা ৩০, সূরা তাকভীর: ১-৩)
কানযুল ঈমানের অনুবাদ: যখন সূর্যরশ্মিকে লুপ্ত করা হবে এবং যখন তারকাপুঞ্জ ঝরে পড়বে আর যখন পাহাড় পর্বতকে চলমান করা হবে।
এই আয়াত শুনে লোকটি কাঁদতে লাগল, যখন আমি আল্লাহ পাকের এই বাণীতে পৌঁছলাম:
وَ اِذَا الصُّحُفُ نُشِرَتْﭪ(۱۰)
(পারা ৩০, সূরা তাকভীর: ১০)
কানযুল ঈমানের অনুবাদ: যখন আমলনামা খোলা হবে।
তখন লোকটি বলতে লাগল: হে দাসী! আমি তোমাকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মুক্ত করে দিলাম, এই মদ ফেলে দাও! অতঃপর সে আমাকে কাছে ডেকে বলতে লাগল: আমার ভাই! তুমি কী বলো? আল্লাহ পাক কি আমার তাওবা কবুল করবেন? আমি উত্তরে এই আয়াত পাঠ করলাম:
اِنَّ اللّٰهَ یُحِبُّ التَّوَّابِیْنَ وَ یُحِبُّ الْمُتَطَهِّرِیْنَ
(পারা ২, সূরা বাকারা: ২২২)
কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয় আল্লাহ্ পছন্দ করেন অধিক তাওবাকারীদেরকে এবং পছন্দ করেন পবিত্রতা অবলম্বনকারীদেরকে।
(এটা শুনে সে তাওবা করে নিল।) (দুররাতুন নাসেহীন, পৃ. ২০৬) سُبْحٰنَ الله! এটাই হলো কুরআনে করীমের প্রভাব...!! এই কিতাব হেদায়াতের কিতাব, যেই সৌভাগ্যবান এটি পড়ে, এটি সত্য অন্তরে বুঝার চেস্টা করে, তার জন্য হেদায়াতের দরজা খুলে যায়।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কুরআনে করীমের বিভিন্ন প্রভাব
মোটকথা এটি আল্লাহ পাকের বাণী, তাই এর একটিমাত্র প্রভাব নয়, বরং এটি বিভিন্নভাবে প্রভাব সৃষ্টি করে। কুরআনে করীমের অনেক নাম রয়েছে এবং প্রতিটি নামের কোনো