Quran Ki Taseer

Book Name:Quran Ki Taseer

* বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب                                       صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

কুরআন শরীফের প্রভাব

          হযরত জুবায়ের বিন মুতرَضِیَ اللهُ عَنْہُ সাহাবিয়ে রাসূল ছিলেন। তিনি মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ (Accept) করেন মদীনা মুনাওয়ারায় বসবাস করতেন, সেখানেই ওফাত লাভ করেন

(মিরাতুল মানাজীহ, তরজামায়ে আকমাল, হালাতে সাহাবা, ৮/১৩)

          তিনি رَضِیَ اللهُ عَنْہُ তাঁর ইসলাম গ্রহণের ঘটনা (Incident) বর্ণনা করতে গিয়ে বলেন: বদরের যুদ্ধে যে অমুসলিমরা বন্দী হয়েছিল, আমি (মক্কাবাসীদের পক্ষ থেকে) এই বন্দীদের ব্যাপারে আলোচনা করার জন্য মদীনা মুনাওয়ারায় আসি। যখন সেখানে পৌঁছলাম, তখন মাগরিবের সময় ছিল। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মাগরিবের নামায পড়ছিলেন। তাঁর মুবারক কণ্ঠস্বর মসজিদের বাইরেও শোনা যাচ্ছিল। তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সূরা ওয়াত-তূর তিলাওয়াত করছিলেন, আমিও কুরআনে করীমের তিলাওয়াত শুনতে লাগলাম (কন্ঠ মাহবুবে খোদার ছিল, কালাম রাব্বে রহমানের ছিল, ব্যস আর কি ছিল, এমন সুন্দর কন্ঠ, এমন প্রভাবময় কালাম আমার হৃদয়ে গেঁথে যেতে লাগলো) এমন সময় তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই আয়াতসমূহ পড়লেন: 

اِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌۙ(۷) مَّا لَهٗ مِنْ دَافِعٍۙ(۸)

(পারা ২৭, সূরা ওয়াত-তূর: ৭-৮)

কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয় তোমার রবের শাস্তি অবশ্যম্ভাবী; সেটা কেউ দূরীভূত করতে পারবে না

 

          এই আয়াত শুনে আমার অন্তর এমন হয়ে গেলো যেন ফেটে যাবে আমার এমন মনে হচ্ছিল যে,  এখান থেকে কদম  উঠানোর পূর্বেই আমার পর আযাব নেমে আসবে। ব্যস আমি আল্লাহ পাকের আযাবের ভয়ে তখনই ইসলাম গ্রহণ করে নিলাম।                                                                (সিরাতুল জিনান, ২৭ পারা, সূরা তুর, ৮ নং আয়াতের পাদটিকা, ৯/৫১৮,৫১৯)

 

কুরআনে করীমের কিছু বৈশিষ্ট্য

          প্রিয় ইসলামী ভাইয়েরা! কুরআনে করীম আল্লাহ পাকের বাণী, এতে এক বিশেষ প্রভাব রয়েছে: * এই সুন্দর কালাম অন্তরকে নরম করে। * পথহারা মানুষকে হেদায়তের পথ দেখায়। * এতে অতীত ও ভবিষ্যতের ঘটনা রয়েছে। * এটি আল্লাহ পাকের শক্তিশালী রজ্জু। * এটি প্রজ্ঞাময় বাণী। * হাদিসে পাকে রয়েছে: কুরআনে করীমের বরকতে খারাপ আকাঙ্ক্ষা দূর হয়ে যায়। * কুরআনে করীমের বিস্ময় শেষ হয় না। * যে কুরআনে করীম অনুযায়ী কথা বলে, সে সত্যবাদী। * যে কুরআনে করীমের উপর আমল করলো, সে সাওয়াব লাভ করবে। যে কুরআনে করীমের আলোকে বিচার করবে, সে ন্যায়পরায়ণ হবে এবং * যে কুরআনে করীমের দিকে