Quran Ki Taseer

Book Name:Quran Ki Taseer

না কোনো বিশেষ প্রভাবের দিক নির্দেশ করে। যেমন; * কুরআনে করীমের একটি নাম হিকমত, অর্থাৎ এটি এমন এক কিতাব, যা পাঠ করলে জ্ঞান ও বুদ্ধিমত্তা অর্জিত হয়। * কুরআনে করীমের একটি নাম সিরাতুল মুস্তাকিম, অর্থাৎ এটি এমন এক কিতাব, যা পথভ্রষ্টদের সঠিক পথের যাত্রী করে তোলে। * কুরআনে করীমের একটি নাম নূর, অর্থাৎ এটি এমন এক মহান কিতাব, যা নূর বিতরণ করে এবং হৃদয়কে আলোকিত করে দেয় 

ঘর প্রদীপের মতো জ্বলজ্বল করত

          একজন সাহাবিয়ে রাসূল ছিলেন: হযরত সাবিত বিন কায়েস
رَضِیَ اللهُ عَنْہُ রাতের বেলা তাঁর ঘর এমনভাবে উজ্জ্বল হয়ে থাকত, যেন প্রদীপ জ্বলছে! (স্বাভাবিকভাবেই সেই সময়ে বিদ্যুৎ বা আলোর ব্যবস্থা ছিল না, ফলে রাতের বেলা অন্ধকার থাকত। কিন্তু হযরত সাবিত বিন কায়েস رَضِیَ اللهُ عَنْہُ এর ঘর রাতেও উজ্জ্বল থাকত।) লোকেরা এই ব্যাপারটি রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উল্লেখ করল, তখন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: সাবিত বিন কায়েস নিশ্চয়ই রাতে সূরা বাকারা তিলাওয়াত করে হযরত সাবিত বিন কায়েস رَضِیَ اللهُ عَنْہُ এর কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলো, তখন তিনি বললেন: হ্যাঁ! আমি প্রতি রাতে সূরা বাকারা তিলাওয়াত করি। (ফাযায়িলুল কুরআন লিল মুস্তাগফিরী, পৃ. ২০০, হাদিস ৭০৮)

          سُبْحٰنَ الله! এখান থেকে বোঝা যায়, কুরআনে করীম হলো নূর। এটি পাঠ করলে, এর তিলাওয়াত করলে হৃদয় আলোকিত হয় এবং আল্লাহ পাক চাইলে বাহ্যিকভাবেও নূর নসীব হয়ে যায় 

 

কুরআনে করীম হৃদয়ের রোগ দূর করে

          আল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন: 

یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَ شِفَآءٌ لِّمَا فِی الصُّدُوْرِۙ۬-

(পারা ১১, সূরা ইউনুস, আয়াত: ৫৭)

কানযুল ঈমানের অনুবাদ: হে মানবকুল! তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে ও অন্তরগুলোর বিশুদ্ধতা

          প্রসিদ্ধ মুফাসসীরে কুরআন, হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতের ব্যাখ্যায় বলেন: কুরআনে করীম বান্দার আত্মিক পরিচর্যার মাধ্যম। এটি হৃদয়ের যাবতীয় রোগ যেমন:

* অজ্ঞতা * সন্দেহ * শিরক * নিফাক * মন্দ আকিদা * মন্দ চরিত্র * হিংসা * বিদ্বেষ * লোভ * দুনিয়ার লালসা * শত্রুতা ইত্যাদি কুরআনে করীমে এই সবকিছুর সংশোধনকারী।

(তাফসীরে নঈমী, পারা ১১, সূরা ইউনুস, ৫৭নং আয়াতের পাদটিকা, ১১/৩৬৭,৩৬৮)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد