Book Name:Quran Ki Taseer
হবে, প্রতি বার
হাত মেলানো যেতে পারে।
* এক হাত মিলানো
সুন্নত নয়, উভয় হাত মেলানো সুন্নাত। * কিছু মানুষ কেবল আঙুল একে অপরের সাথে
স্পর্শ করেন, এটি সুন্নাত নয়। * হাত মেলানোর পর নিজের হাত চুমু দেওয়া মাকরূহ।
* যারা হাত
মেলানোর পর নিজের হাত চুমু দেন, তারা নিজেদের অভ্যাস ত্যাগ করুন। * হাত মিলানোর
সময় সুন্নাত হলো যে, হাতে রুমাল ইত্যাদি কিছু বাধা না থাকা, উভয় হাত খালি রেখে হাতে হাত
মিলানো উচিত।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আল্লাহর রহমতে প্রবেশ করার দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী "আল্লাহর রহমতে প্রবেশ করা দোয়া" মুখস্ত করানো হবে। দোয়াটি হলো:
(اَللّٰہُمَّ) قَالَ رَبِّ اغْفِرْ لِیْ وَ لِاَخِیْ وَ اَدْخِلْنَا فِیْ رَحْمَتِكَ ﳲ وَ اَنْتَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ۠(۱۵۱)
অনুবাদ: হে আমার রব! আমাকে এবং আমার ভাইকে ক্ষমা করে দাও এবং আমাদেরকে তোমার (বিশেষ) রহমতে প্রবেশ করিয়ে নাও এবং তুমি দয়ালূদের মধ্যে সর্বাপেক্ষা বেশি দয়ালু। (ফয়যানে দোয়া, পৃষ্ঠা ২৫৩)
নোট: "اَللّٰہُمَّ" শব্দটি আয়াতের অংশ নয়, তাই এটি বন্ধনীতে লেখা হয়েছে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।
(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।
১. আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো।
২. যে সকল নেক আমলের উপর আমল হয়েছে, তার জন্য আল্লাহ পাকের হামদ (শুকরিয়া আদায়) করবো।
৩. যার উপর আমল হয় নি, তার জন্য অনুতাপ এবং ভবিষ্যতে আমল করার চেষ্টা করবো।
৪. গুনাহ থেকে বিরতকারী কোনো নেক আমলের উপর (আল্লাহ না করুক) আমল না হলে, তবে তাওবা ও ইস্তিগফার করার পাশাপাশি ভবিষ্যতে গুনাহ না করার সংকল্প করবো।
৫. বিনা প্রয়োজনে নিজের নেকী (যেমন; অমুক অমুক বা এতগুলো নেক কাজের উপর আমল করেছি) প্রকাশ করবো না।
৬. যে সকল নেক আমলের উপর পরে আমল করা যাবে (যেমন; আজ ৩১৩ বার দরূদ শরীফ পড়া হয়নি) তবে পরে অথবা কাল আমল করবো।
৭. নেক আমল পুস্তিকা পূরণ করার মূল লক্ষ্য (যেমন; খোদাভীতি, তাকওয়া, চারিত্রিক শুদ্ধতা, মাদানী কাজের উন্নতি ইত্যাদি) অর্জন করার চেষ্টা করবো।
৮. আগামীকালও নেক আমলের পুস্তিকা পূরণ (অর্থাৎ আখিরাতের বিষয়ে চিন্তা ভাবনা) করবো।