Book Name:Hazrat Essa Ki Mubarak Zindagi
ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক মানুষের হিদায়ত এবং পথ প্রদর্শনের জন্য যে সকল পবিত্র বান্দাদের আপন বিধানাবলী পৌঁছাতে প্রেরণ করেছেন, তাদেরকে “নবী” বলা হয়, আম্বিয়ায়ে কিরামগণ عَلَیْهِمُ السَّلَام ঐ সত্ত্বা যাঁদের নিকট আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসতো। এই ওহী কখনো ফিরিশতার মাধ্যমে আসতো আবার কখনো কখনো কোন মাধ্যম ছাড়াই আসতো। আম্বিয়াগণ عَلَیْهِمُ السَّلَام গুনাহ থেকে পবিত্র এবং তাঁদের আচরণও খুবই পাক পবিত্র হয়ে থাকে। তাঁদের নাম, বংশ, শরীর, বাণী, কর্ম, আচার স্বভাব সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন এবং তারা ঘৃণা সৃষ্টিকারী বিষয় থেকে পবিত্র হয়ে থাকে, তাঁদেরকে আল্লাহ পাক পরিপূর্ণ জ্ঞান দান করেছেন। দুনিয়ার বড় বড় মেধাবীরাও (Intelligent) তাঁদের জ্ঞানের কোটি ভাগের এক ভাগের মর্যাদা পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাঁদেরকে আল্লাহ পাক অদৃশ্যের বিষয় সম্পর্কে অবহিত করে থাকেন, তাঁরা রাত দিন আল্লাহ পাকের আনুগত্য ও ইবাদতে লিপ্ত থাকতেন, বান্দাকে আল্লাহ পাকের বিধানাবলী পৌঁছাতেন এবং এর পথ নির্দেশনা দিতেন। ঐ সকল আম্বিয়ায়ে কিরামের عَلَیْهِمُ السَّلَام মধ্যে যাঁরা নতুন শরীয়ত নিয়ে এসেছেন তাঁদেরকে “রাসূল” বলে। আম্বিয়ায়ে কিরামের عَلَیْهِمُ السَّلَام পদমর্যাদায় পার্থক্য রয়েছে। কারো কারো পদমর্যাদা অন্যান্যের চেয়ে উচ্চ। সবচেয়ে উচ্চ মর্যাদা হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর। তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হচ্ছেন খাতামুন্নবীয়্যিন অর্থাৎ সর্বশেষ নবী। আল্লাহ পাক নবুয়তের ধারাবাহিকতা হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মাধ্যমে শেষ করে দিয়েছেন। হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এরপর কেউ নবুয়ত পেতে পারে না। যে ব্যক্তি হুযুর পুর নুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পর কারো নবুয়ত পাওয়াকে জায়িয মনে করে, তবে সে ইসলামের গন্ডি থেকে বের হয়ে যাবে অর্থাৎ কাফির হয়ে যাবে। (কিতাবুল আকায়িদ, ১৫-১৭ পৃষ্ঠা)