Siddique Akbar Ka Kirdar o Farameen

Book Name:Siddique Akbar Ka Kirdar o Farameen

পরিজনের জন্য কি কিছু রেখেছো? খুবই আদব সম্মান পূর্বক আরয করলেন: اَبْقَيْتُ لَهُمُ اللهَ وَرَسُوْلَهُ অর্থাৎ আমি তাদেরকে আল্লাহ পাক তাঁর রাসূলের দয়াময় দায়িত্বে রেখে এসেছি (সবলিল হুদা ওয়াল রিশাদ, /৪৩৫) যেন বললেন যে, আমার আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ পাক তাঁর রাসূলই যথেষ্ট

আমি আমার মহান প্রতিপালক আল্লাহ পাকের উপর সন্তুষ্ট

    হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: আমি আল্লাহ পাকের প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিকট উপস্থিত ছিলাম, সেখানে আমীরুল মুমিনীন হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ এমন এক পোশাক পরিধান করে উপস্থিত ছিলেন, যার বোতামের স্থানে কাঁটা লাগানো ছিলো এমন সময় জিব্রাঈল আমীন عَلَیْہِ السَّلَام রিসালতের মহান দরবারে উপস্থিত হয়ে আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আবু বকর এমন পোশাক কেন পরিধান করে আছেন? ইরশাদ করলেন: হে জিব্রাঈল! সে তাঁর সম্পূর্ণ সম্পদ মক্কা বিজয়ের পূর্বেই আমার জন্য কুরবান করে দিয়েছে জিব্রাঈল আরয করলো: আল্লাহ পাক আপনার প্রতি সালাম প্রেরণ করেছেন আর ইরশাদ করেছেন: তাঁকে জিজ্ঞাসা করুন যে, সে কি আল্লাহ পাকের উপর সন্তুষ্ট, নাকি অসন্তুষ্ট? নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আবু বকর! আল্লাহ পাক তোমাকে সালাম পাঠিয়েছেন আর ইরশাদ করেছেন যে, আমার প্রতি কি সন্তুষ্ট নাকি নও?

    আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ আরয করলেন: আমি আমার প্রতিপালকের প্রতি অসন্তুষ্ট কিভাবে হতে পারি? আমি আমার রবের উপর সন্তুষ্ট, আমি আমার রবের প্রতি সন্তুষ্ট, আমি আমার রবের প্রতি সন্তুষ্ট

(তারিখে মদীনা দামেশক, ৩০/৭১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা দেখলেন তো! এই বর্ণনা হতে যেভাবে এটা জানা যায় যে, সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এর আল্লাহ পাকের দরবারে কিরূপ মহান মর্যাদা রয়েছে, সেভাবে এটাও জানা গেলো; আমাদের প্রিয় সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ আল্লাহ