Siddique Akbar Ka Kirdar o Farameen

Book Name:Siddique Akbar Ka Kirdar o Farameen

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমীরুল মুমিনীন হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ জীবনীর একটি অন্যতম দিক ছিলো তিনি প্রতিবেশীদের হক আদায়ের ক্ষেত্রে খুবই নরম হৃদয়ের ছিলো, যেমন

প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না

    প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ একটি অনেক সুন্দর গুণ হলো যে, তিনি প্রতিবেশীদের প্রতি অনেক বেশি নম্র ছিলেন, যেমনটি হযরত আব্দুল রহমান বিন কাসিম رَضِیَ اللهُ عَنْہُ তাঁর পিতা থেকে বর্ণনা করেন: একবার হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ হযরত আব্দুর রহমান বিন আবু বকর رَضِیَ اللهُ عَنْہُ পাশ দিয়ে গমন করছিলেন, তখন তিনি নিজের প্রতিবেশীকে ধমক দিচ্ছিলেন, তিনি তাঁকে বললেন: নিজের প্রতিবেশীর সাথে ঝগড়া করোনা কেননা, সে তো এখানেই থাকবে কিন্তু যে লোকেরা তোমার ঝগড়া দেখবে তারা এখান থেকে চলে যাবে (কানযুল উম্মাল, ৯ম অংশ, /৭৯, হাদীস নং-২৫৫৯৯)

প্রতিবেশীর হক

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা দেখলেন তো! হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ প্রতিবেশীর সাথে ঝগড়াকারী ব্যক্তিকে কিরূপ উত্তম পদ্ধতীতে নেকীর দাওয়াত পেশ করলেন এবং আসলেই যখন প্রতিবেশী পরস্পর কোন বিষয়ে ঝগড়া করে তবে তা তার নিজেরই ক্ষতি কেননা, ঝগড়া করার পরও তাদের একত্রেই থাকতে হবে এবং তাদের পরস্পর ঝগড়া করা অন্যান্য লোকদের জন্য তামাশা স্বরূপ হয়ে যায়

    মনে রাখবেন! ইসলামে প্রতিবেশীর হকের অনেক গুরুত্ব রয়েছে, যেমনটি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আমি তোমাদেরকে প্রতিবেশীর সাথে উত্তম আচররণ করার জন্য অসিয়ত করছি অতঃপর হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রতিবেশীদের এরূপ অধিকার বর্ণনা করেছেন যে, এমন মনে হলো যেন হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাদের সম্পত্তিতে অংশীদার বানিয়ে দিবেন (আল মুজামুল কবীর, হাদীস নং-৭৫২৩, /১১১)

    আল্লাহ পাক আমাদেরও প্রতিবেশীদের প্রতি লক্ষ্য রাখার তৌফিক দান করুনاٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم