Siddique Akbar Ka Kirdar o Farameen

Book Name:Siddique Akbar Ka Kirdar o Farameen

কানযুল ঈমান থেকে অনুবাদ: হে ঈমানদারগণ! যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো, তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদগুলো সুদৃঢ় করে দেবেন

 

 (খাযাইনুল ইরফান থেকে সংক্ষেপিত, ৯৩২ পৃষ্ঠা নেকীর দাওয়াত, ১ম অধ্যায়, ৪২৬, ৪২৭ পৃষ্ঠা)

    অতঃপর আল্লাহ পাক তোমাদের সাহায্য করবেন অর্থাৎ যখন মুমিন আল্লাহ পাকের দ্বীনের প্রচার-প্রসারের জন্য চেষ্টা করে তবে আল্লাহ পাক তার জন্য সহজতা সৃষ্টি করে দিবেন, তাকে এই কাজে দৃঢ়তা দান করবেন, তাকে উৎসাহ উদ্দীপনা দান করবেন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ র সংক্ষিপ্ত পরিচিতি

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন খলিফাতুল মুসলিমিন, জা’নশিনে রাহমাতুল্লিল আলামীন, আমীরুল মুমিনীন হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُর আরো ঘটনাবলী জানার পূর্বে তাঁর পরিচয় শ্রবণ করি! তাঁর নাম মোবারক হলো; আবদুল্লাহ্’, উপনাম আবু বকর’ এবং সিদ্দীক’ আতীক’ তাঁর উপাধি, ‘সিদ্দীক’ অর্থ হলো অত্যাধিক সত্যবাদী, তিনি জাহেলিয়্যতের যুগে এই উপাধি দ্বারা প্রসিদ্ধ ছিলেন, কারণ তিনি সর্বদাই সত্য বলতেন এবং আতীক’ অর্থ হলো মুক্ত। নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে সুসংবাদ দান করে ইরশাদ করেছিলেন:اَنْتَ عَتِيْقُ اللهِ مِّنَ النَّارِ অর্থাৎ তুমি আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে দোযখের আগুন থেকে মুক্ত এ কারণেই এটা তাঁর উপাধি হয়। (তারীখুল খুলাফা, ২৯ পৃষ্ঠা) তিনি কুরাইশ বংশীয় আর তাঁর বংশ রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم র বংশের সাথে সপ্তম পুরুষে গিয়ে মিলিত হয়, তিনি হস্তী বর্ষের প্রায় আড়াই বছর পর মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করেন। আমীরুল মুমিনীন হযরত সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ হলেন সেই সাহাবী, যিনি নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم র রিসালতের সর্বপ্রথম সত্যতা স্বীকার করেন, তিনি এমন মহৎ ব্যক্তিত্ব ছিলেন যে, আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام এর পর পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষের মধ্যে তিনিই সব চেয়ে উত্তম ও শ্রেষ্ঠ, স্বাধীন পুরুষদের মধ্যে তিনিই সর্বপ্রথম ইসলাম কবুল করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সঙ্গ দিয়ে নিজের জীবন বিসর্জনসহ পরম বিশ্বস্থতার হক আদায় করেন, ২ বৎসর ৭