Book Name:Siddique Akbar Ka Kirdar o Farameen
রাত খুবই ছোট হয়ে থাকে আর দিনের বেলায় পিপাসার মাত্রাও অনেক বেশি হয়ে থাকে। দুনিয়ার গরম আখিরাতের গরমের তুলনায় কিছুই নয়, যখন কিয়ামতের দিন হবে এবং সূর্য এক মাইল দূরে অবস্থান করে আগুন বর্ষণ করবে, পিপাসার তীব্রতায় জিহ্বা বাইরে বের হয়ে আসবে, মানুষ নিজেরই ঘামে ডুবে যাবে, সেই সময়ের গরম সহ্য করার নিঃসন্দেহে আমাদের ক্ষমতা নাই, সুতরাং দুনিয়াতেই আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে নেক আমল করার চেষ্টা করা উচিৎ, আল্লাহ পাক এবং তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সন্তুষ্ট করে নিন আর কিয়ামতের দিন আল্লাহ পাকের রহমতে আরশের ছায়া লাভের জন্য আজ দুনিয়াতেই অধিকহারে নেক কাজ করতে হবে। এই মাদানী চিন্তাধারা পাওয়ার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে আমলীভাবে অংশগ্রহণ করে নেকীরসমূহের ভান্ডার জমা করতে আখিরাতের জন্য পরকালের পথেয় জমা করুন।
اَلْحَمْدُ لِلّٰه দা’ওয়াতে ইসলামীর ৮০টির চেয়েও অধিক বিভাগ রয়েছে সেগুলোর মধ্য হতে একটি হলো “নেক আমল” বিভাগ। শায়খে তরিকত আমীরে আহলে دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ’র আকাংখা মোতাবেক ইসলামী ভাই, ইসলামী বোন ও জামেয়াতুল মদীনা ও মাদারিসুল মদীনার শিক্ষার্থীদের আমলদার বানানোর জন্য “নেক আমল” ’র উপর আমল করার উৎসাহ প্রদান করতে গিয়ে “নেক আমল বিভাগ” গঠন করেছেন। আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বলেন: হায়! যদি অন্যান্য ফরয ও সুন্নাত পালন করার পাশাপাশি সকল ইসলামী ভাই ও ইসলামী বোন এসব নেক আমলের উপর আমল করাটা নিজের অভ্যাস বানিয়ে নেয় এবং দা’ওয়াতে ইসলামীর সকল যিম্মাদারগণও আপন আপন হালকার মধ্যে এই (নেক আমল পুস্তিকা) ব্যাপকভাবে প্রচার ও প্রসার করে এবং প্রতিটি মুসলমান নিজের কবর ও আখিরাত সজ্জিত করার জন্য নেক আমলকে একনিষ্টতার সাথে আমল করে আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে জান্নাতুল ফেরদৌসে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতিবেশি হওয়ার মহান সৌভাগ্য অর্জন করে নেয়।” আসুন আমরাও নেকীর কাজে ভরপুর অংশগ্রহণ করি এবং নেক আমলের উপর না শুধুমাত্র নিজে আমল করবো বরং অপর ইসলামী ভাইকেও সেটার প্রতি উৎসাহিত করে প্রচুর নেকী অর্জন করি।