Book Name:Siddique Akbar Ka Kirdar o Farameen
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! اِنْ شَآءَ الله আজকে আমরা বয়ানে গুহার সাথী, মাযারের সাথী, আশিকে আকবর হযরত সায়্যিদুনা আবু বকর সিদ্দিক رَضِیَ اللہُ عَنۡہُ এর পুতঃপবিত্র চরিত্রের কতিপয় দিক এবং তাঁর বরকতময় বাণীসমূহ শ্রবণ করবো, আসুন প্রথমে একটি ঈমান তাজাকারী ঘটনা শ্রবন করি:
উম্মুল মু’মিনীন হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: ইসলামের প্রাথমিক যুগে যখন সাহাবায়ে কিরামগণের عَلَیۡہِمُ الرِّضۡوَان সংখ্যা ৩৮ জনে গিয়ে উপনীত হয়, তখন হযরত আবু বকর সিদ্দীক رَضِیَ اللهُ عَنْہُ হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم’র নিকট প্রকাশ্যে ইসলাম প্রচারের অনুমতি চাইলেন, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: “হে আবু বকর! আমরা এখনো সংখ্যায় কম।” কিন্তু হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ বার বার অনুরোধ করতে থাকেন, অবশেষে রাসূলূল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রকাশ্যে ইসলাম প্রচারের অনুমতি প্রদান করলেন। মুসলমানরা মসজিদে হেরেম শরীফের আশেপাশের এলাকায় ছড়িয়ে গেলেন, প্রত্যেকে নিজ নিজ বংশকে ইসলামের দাওয়াত দিতে লাগলো।
হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ লোকদেরকে ইসলামের দাওয়াত দেয়ার জন্য দাড়াঁলেন আর সেখানে রাসূলূল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمও উপস্থিত ছিলেন, মক্কার মুশরিকরা