Siddique Akbar Ka Kirdar o Farameen

Book Name:Siddique Akbar Ka Kirdar o Farameen

খোদাভীতিতে কান্না করা লোকদেরকে অনেক প্রভাবিত করতো, তাঁর এই আমলের দ্বারা অনেক লোক ইসলাম গ্রহণ করেন (আর রিয়াদাতুন নাদারা, /) হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: আমার সম্মানিত পিতা যখন কুরআনের তিলাওয়াত করতেন, তখন তিনি তাঁর নিজের অশ্রু ধরে রাখতে পারতেন না, অর্থাৎ অঝোর ধারায় কান্না করতেন (শুয়াবুল ঈমান, /৪৯৩, হাদীস নং-৮০৬)

তিলাওয়াতে কান্না করা সাওয়াবের কাজ

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ কুরআনে করীমের তিলাওয়াত করে কিভাবে কান্নাকাটি করতেন, অথচ তিনি দুনিয়াতেই হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মোবারক যবান হতে জান্নাতী হওয়ার সুসংবাদ পেয়েছিলেন, এরপরও তিনি খোদাভীতিতে কান্না করতেন আমাদেরও কুরআনে পাকের তিলাওয়াত করে কান্না করা উচিৎ আর যদি কান্না না আসে তবে কান্না করার মুখ অবয়বই (আকৃতি) বানিয়ে নেয়া উচিৎ কেননা, কুরআনে করীমের তিলাওয়াত করে কান্না করা মুস্তাহাব, যেমনটি প্রিয় নবী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: কুরআনে পাকের তিলাওয়াত করে কান্না করো আর কান্না না আসলে কান্নার মতো আকৃতি বানিয়ে নাও (ইবনে মাজাহ, /১২৯, হাদীস নং-১৩৩৭)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

গরমের দিনে রোযা

    প্রিয় ইসলামী ভাইয়েরা! যেভাবে আমাদের প্রিয় সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ ইবাদত গুজার ছিলেন, তেমনি অধিকহারে রোযাও রাখতেন, যেমনটি তাঁর সম্পর্কে বর্ণিত আছে: তিনি গরমের দিনে (নফল) রোযা রাখতেন এবং শীতের দিনে রাখতেন না। (আয যুহুদ লি ইমাম আহমদ, ১৪১ পৃষ্ঠা, হাদীস নং-৫৮৫) বাস্তবেই এটি হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُর ইবাদতের প্রবল আগ্রহ ছিলো যে, কুরআনে করীম তিলাওয়াতের সময় কান্না করতেন এবং ফরয রোযা ছাড়াও গরমের দিনে নফল রোযা রাখতেন, যদি আজ আমরা নিজেদের অবস্থার প্রতি দৃষ্টি দিই, তবে শীতের দিনে ফরয রোযাও অনেক কষ্ট করে রাখি, অথচ শীতের দিনে সাধারণত দিন অনেক ছোট এবং রাত অনেক দীর্ঘ হয়ে থাকে আর দিনে পিপাসাও অনেক কম অনুভূত হয়, আর গরমের দিনে সাধারণত দিন অনেক বড় এবং