Book Name:Siddique Akbar Ka Kirdar o Farameen
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এর বাণী
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ যেভাবে নিজের উত্তম চরিত্রের মাধ্যমে মানুষের সংশোধন করেছেন, ঠিক সেইভাবে নিজের বাণী দ্বারাও মাদানী শিক্ষার অনেক মাদানী ফুল দান করেছেন। যেমনটি হযরত রাফে رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ এর দরবারে উপস্থিত ছিলাম, আমি আরয করলাম: আপনি আমাকে নসিহত করুন। তিনি দু’বার বললেন: আল্লাহ পাক তোমার উপর দয়া করুন ও বরকত দান করুন। (১) ফরয নামায যথা সময়ে আদায় করো। (২) খুশিমনে যাকাত প্রদান করো। (৩) রমযানের রোযা রাখো। (৪) বাইতুল্লাহ্র হজ্ব করো। (৫) কখনো শাসক হয়ো না। আমি আরয করলাম: জনাব! আজকাল তো শাসকরাই উম্মতের মধ্যে উত্তম লোক। বললেন: আজকাল বিচারকার্য সহজ, কিন্তু আমার ভয় হয় যে, ভবিষ্যতে অসংখ্য বিজয়ের কারণে শাসনকার্যও বেশি হবে এবং একারণে হতে পারে অযোগ্য শাসকও আসবে। যেহেতু কাল কিয়ামতের দিন শাসকের হিসাব অনেক দীর্ঘ হবে এবং আযাবও বেশি, আর শাসক নয় এমনদের হিসাবও কম এবং আযাবও হালকা। একারণেই যে, শাসকের অনেক বেশি অত্যাচার হয়ে যায় এবং অত্যাচারী শাসক আল্লাহ পাকের চুক্তিকে ভঙ্গ করে দেয়। এই শাসকদের মধ্যে (ন্যায় পরায়ন) অনেকে আল্লাহ পাকের নৈকট্যশীলও হয়ে থাকে এবং অনেকে (অত্যাচার ও নিপিড়নের কারণে) আল্লাহ পাকের দরবার থেকে বিতাড়িতও হয়। আল্লাহর শপথ! তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি প্রতিবেশীর ছাগল বা উট করায়ত্ব করে তো বড়ই আনন্দিত হও যে, আমি তো প্রতিবেশীর ছাগল বা উট হাতিয়ে নিয়েছি, অথচ এমনদের উপর আযাব অবতীর্ণ করা আল্লাহ পাকের অনেক বড় হক। (শুয়াবুল ঈমান, ৬/৫১, হাদীস নং-৭৪৭২। আর রিয়াদুন নাদারা, ১/২৫৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন
আমীরে আহলে সুন্নাত
دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ
’র লিখিত পুস্তিকা “১০১
মাদানী ফুল” থেকে কিছু মাদানী ফুল
শ্রবণ করি: