Siddique Akbar Ka Kirdar o Farameen

Book Name:Siddique Akbar Ka Kirdar o Farameen

আমি দেখলাম যে, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত আলীউল মুরতাদা, শেরে খোদা کَرَّمَ اللهُ وَجْہَہُ الْکَرِیْم সাথে দন্ডায়মান ছিলেন, এমন সময় হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ উপস্থিত হলেন, তখন রাসূলূল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অগ্রসর হয়ে তাঁর সাথে হাত মিলালেন, অতঃপর আলিঙ্গন করে তাঁর মুখে (কপালে) চুমু দিলেন এবং হযরত আলীউল মুরতাদা
کَرَّمَ اللهُ وَجْہَہُ الْکَرِیْم কে ইরশাদ করলেন: হে আবুল হাসান! আমার কাছে আবু বকরের মর্যাদা সেই রূপ, যেমন আল্লাহ পাকের নিকট আমার মর্যাদা

(আর রিয়াদুন নাদারা, /১৮৫)

জান্নাতে সিদ্দিকে আকবরের জাকজমকপূর্ণ অভ্যর্থনা

    এমনিভাবে হযরত সায়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত; রাসূলূল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: জান্নাতে এমন এক ব্যক্তি প্রবেশ করবে যে, সকল জান্নাতবাসী তাঁকে আহ্বান করে বলবে: মারহাবা! মারহাবা! এখানে তাশরীফ নিয়ে আসুন, এখানে তাশরীফ নিয়ে আসুন হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ খুবই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমরাও কি সেই ব্যক্তিকে দেখবো? হুযুর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: হে আবু বকর! সেই জান্নাতী ব্যক্তি হচ্ছো তুমিই

(ইবনে হাব্বান, ৯ম অংশ, পৃষ্ঠা, হাদীস নং-৬৮২৮)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা দেখলেন তো! হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ কিরূপ সৌভাগ্যবান সাহাবী ছিলেন যে, আম্বিয়ায়ে কেরামগণের عَلَیْهِمُ السَّلَام পর সর্বশ্রেষ্ঠ ঘোষিত হয়েছেন এবং আল্লাহ পাকের প্রিয় আখেরী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন

    তাঁর এই সৌভাগ্যও অর্জিত যে, সর্বস্থানেই তিনি রাসূলূল্লাহ্
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمর সাথেই ছিলেন, এমনকি আল্লাহ পাক আসমানেও তাঁর নাম নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمর নামের সাথেই মিলিয়ে দিয়েছেন, যেমনটি হযরত আবু হুরাইরা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, হুযুর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আমাকে আকাশে ভ্রমন করানো হয়েছে, আমি যেই আসমানেই গিয়েছি, সেখানে আমার নাম লিখা অবস্থায়