Book Name:Siddique Akbar Ka Kirdar o Farameen
পাকের পথে সম্পদ ব্যয় করাতে কিরূপ মহান চেতনা রাখতেন, নিঃসন্দেহে আল্লাহ পাকের পথে সম্পদ ব্যয় করার অনেক ফযীলত রয়েছে, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “যে মুসলমান কোন পোশাকহীন মানুষকে পোশাক পরিধান করাবে, আল্লাহ পাক তাকে জান্নাতী পোশাক পরিধান করাবেন আর যে ব্যক্তি কোন ক্ষুধার্ত মুসলমানকে আহার করাবে, আল্লাহ পাক তাকে জান্নাতী ফল খাওয়াবেন এবং যে ব্যক্তি কোন পিপাসার্ত মুসলমানকে পানি পান করাবে, আল্লাহ পাক তাকে মোহরাঙ্কিত পবিত্র সূধা পান করাবেন।” (সুনানে আবি দাউদ, ২/১৮০, হাদীস নং-১৬৮২)
নেক আমল নাম্বার ৫৪ ’র প্রতি উৎসাহ প্রদান:
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! পোশাকহীন মুসলমানকে পোশাক পরিধান করানো, ক্ষুধার্তকে আহার করানো এবং পিপাসার্তকে পানি পান করানো কতো উত্তম নেকী। আসুন! আমরাও নিয়্যত করে নিই যে, গরীবদেরকে সাহায্য করবো, ক্ষুধার্তকে খাবার খাওয়াবো, পিপাসার্ত মুসলমানকে পান করাবো اِنْ شَآءَالله। اَلْحَمْدُ لِلّٰه! আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে এরকম অসংখ্য নেক আমল করার খুব বেশি মানসিকতা দেয়া হয়ে থাকে, সুতরাং আজ থেকে বরং এখন থেকেই এই দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে ১২ দ্বীনি কাজের মধ্যে আমলীভাবে অংশগ্রহণ করে নেকীর দা’ওয়াতের সাড়া জাগিয়ে দিন। মনে রাখবেন! যেলি হালকার ১২ দ্বীনি কাজের মধ্য হতে প্রতিদিনের একটি দ্বীনি কাজ হলো “নেক আমল পুস্তিকা” পূরণ (Fill) করা, শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ’র দেয়া “৭২টি নেক আমল” নেককার হওয়ার জন্য এমন একটি অনন্য মাধ্যম, সেটার উপর নিয়মিত আমলকারী ধীরে ধীরে নেকীসমূহের উপর আমলকারী হয়ে যায় ঐসব “৭২টি নেক আমল” এর মধ্য হতে একটি নেক আমল ৫৪ নাম্বার আর তা হলো, আপনি কি আজকে (ঘরে বা বাহিরে) হাসি ঠাট্রা, বিদ্রুপ, মনে কষ্ট দেয়া এবং অট্রহাসি দেয়া (অর্থাৎ শব্দ করে হাসা) থেকে বাঁচার চেষ্টা করেছেন? (মনে রাখবেন! কোন মুসলমানের (শরীয়তের অনুমতি ব্যতীত) মনে কষ্ট দেয়া কবিরা গুনাহ।)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد