Book Name:Siddique Akbar Ka Kirdar o Farameen
মাস খেলাফতের মসনদে সমাসীন থেকে ২২ই জমাদিউস সানী ১৩ হিজরী সোমবার দিন অতিবাহিত করার পর ইন্তেকাল করেন, আমীরুল মু’মিনীন হযরত ওমর رَضِیَ اللهُ عَنْہُ তাঁর জানাযার নামায পড়ান এবং রওজা মোবারকে নবী করীম হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র পাশে সমাহিত হন। (তারিখুল খুলাফা, ২৬, ২৭, ৮১, সংক্ষেপিত)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আল্লাহ পাক কুরআনে করীমের এক স্থানে তাঁকে পরহেযগার বলেছেন, যেমনটি ইরশাদ হচ্ছে:
وَ سَیُجَنَّبُہَا الۡاَتۡقَی (ۙ۱۷)
(পারা ৩০, আল লাইল, আয়াত: ১৭)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর তা থেকে অনেক দূরে রাখা হবে যে সর্বাধিক পরহেযগার।
এই আয়াতে “اَتْقٰی” (অর্থাৎ সবচেয়ে বড় পরহেযগার) দ্বারা উদ্দেশ্য হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! আল্লাহ পাকের দরবারে আমীরুল মু’মিনীন হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এর কতো বড় মর্যাদা অর্জন হয়েছে যে, তাঁর ব্যাপারে আয়াতের মোবারকা অবতীর্ণ হয়েছে, তেমনিভাবে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে তাঁর স্থানও অনেক সুউচ্চ ছিলো, যেমনিভাবে
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে সিদ্দিকে আকবরের মর্যাদা
হযরত আবু ওসমান رَضِیَ اللهُ عَنْہُ থেকে
বর্ণিত; সাহাবায়ে কিরাম
عَلَیْهِمُ السَّلَام
আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! মানুষের মধ্যে আপনার সবচেয়ে
বেশি প্রিয় কে? হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
ইরশাদ করলেন: আয়েশা (رَضِیَ
اللهُ عَنْہَا)। তাঁরা আবারো আরয করলেন: পুরুষদের মধ্যে কে?
ইরশাদ করলেন: আয়েশার পিতা। (সহীহ
বুখারী, কিতাবুল মাগাযী,
গযওয়া যাতিল সালাসিল,
হাদীস নং-৪৩৫৮,
৩য় খন্ড,
১২৬ পৃষ্ঠা)
(অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ)
হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস رَضِیَ
اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত,