Book Name:Siddique Akbar Ka Kirdar o Farameen
ইসলামের দা’ওয়াতের পদ্ধতি
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমীরুল মুমিনীন হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ সেই সৌভাগ্যবান সাহাবী, যিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়ন করেন, হযরত ইবনে ইসহাক رَضِیَ اللهُ عَنْہُ বলেন: তিনি ইসলাম গ্রহণ করার সাথে সাথেই তা প্রকাশও করে দিয়েছিলেন এবং এর দাওয়াত দেওয়াও শুরু করে দিয়েছিলেন, যেহেতু তিনি নিজের গোত্রে খুবই কোমল হৃদয়, মানুষের দুঃখ কষ্টে অংশগ্রহণকারী এবং সবার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি কুরাইশদের আভিজাত্য এবং তাদের ভালো মন্দ সম্পর্কে ভালোভাবে অবহিত ছিলেন, তিনি একজন প্রসিদ্ধ ও ভদ্র ব্যবসায়ী ছিলেন, কুরাইশদের সকল ছোট বড় লোক জ্ঞান ও ব্যবসার গুনাবলী এবং পবিত্র সাহচর্যের কারণে তাঁর খেদমতে উপস্থিত হতেন, তাঁর সঙ্গ দ্বারা উপকৃত হতেন, তিনি তাদেরকে একক প্রচেষ্টা করতেন, ইসলামের সৌন্দর্য বর্ণনা করতেন এবং তাদেরকে ইসলামের দা’ওয়াত দিতেন। এমনিভাবে তিনি তাঁর কাছে আগত অনেক লোককে একক প্রচেষ্টা করে তাদেরও ইসলামে অন্তর্ভূক্ত করে নিয়েছিলেন। (আর রিয়াদাতুন নাদারা, ১/৯১)
যেমনটি শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ
بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা “বৃদ্ধ পূজারী” এর ১০ পৃষ্ঠায় বলেন: তাঁর একক প্রচেষ্টায় এমন পাঁচজন ব্যক্তিত্ব ইসলাম গ্রহণ করেন, যাঁদেরকে “আশারায়ে
মুবাশ্শারা” (সুসংবাদ প্রাপ্তদের) মধ্যে গণ্য করা হয়। তাঁদের পবিত্র নাম সমূহ হলো, (১) হযরত ওসমান গণী رَضِیَ
اللهُ عَنْہُ (২) হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস رَضِیَ اللهُ عَنْہُ
(৩) হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ্ رَضِیَ
اللهُ عَنْہُ (৪) হযরত আবদুর রহমান বিন আউফ رَضِیَ
اللهُ عَنْہُ, (৫) হযরত যুবাইর বিন আওয়াম رَضِیَ
اللهُ عَنْہُ।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ ইসলামের প্রাথমিক যুগেই নিজের ঘরের আঙ্গিনায় একটি মসজিদ নির্মাণ করেছিলেন, যেখানে তিনি কুরআনে পাকের তিলাওয়াত করতেন ও নামায আদায় করতেন, লোকেরা তাঁর এই ঈমান সতেজকারী দৃশ্য দেখে তাঁর আশেপাশে জমা হয়ে যেতো, তাঁর কুরআনের তিলাওয়াত, ইবাদত ও রিয়াযত এবং