Jannat ke Qeemat

Book Name:Jannat ke Qeemat

হবে যে, তার বোঝা যেনো হালকা হয় আল্লাহ পাক মজলুমকে (দাবীদার) ইরশাদ করবেন: দেখো তোমার সামনে কি? সেই ব্যক্তি আরয করবে: হে আমার প্রতিপালক! আমি আমার সামনে স্বর্ণের অনেক বড় শহর বড় বড় প্রাসাদ দেখছি যা মুক্তা দিয়ে সজ্জিত, এই শহর দামী প্রাসাদ গুলো কি কোন পয়গম্বরের জন্য নাকি সিদ্দীক নাকি শহীদদের জন্য? আল্লাহ পাক ইরশাদ করবেন: এটা তার জন্য যে, এর মূল্য পরিশোধ  করতে পারবে? সে ব্যক্তি আরয করবে: এর মূল্য কে পরিশোধ করতে পারে? আল্লাহ পাক ইরশাদ করবেন: তুমি এর মূল্য পরিশোধ করতে পারবে সেই ব্যক্তি আরয করবে কিভাবে? আল্লাহ পাক ইরশাদ করবেন: এভাবে তুমি তোমার ভাইয়ের হক ক্ষমা করে দাও: বান্দা আরয করবে: হে আল্লাহ পাক! আমি সব হক ক্ষমা করে দিলাম আল্লাহ পাক ইরশাদ করবেন: তুমি তোমার ভাইয়ের হাত ধরো আর উভয়ে একসাথে জান্নাতে চলে যাও অতঃপর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: আল্লাহ পাককে ভয় করো এবং সৃষ্টিকুলের মধ্যে মীমাংসা করিয়ে দাও, কেননা আল্লাহ পাক কিয়ামতের দিন মুসলমানদের মাঝে মীমাংসা করিয়ে দিবেন (মুস্তাদরিক, /৭৯৫, হাদীস: ৮৭৫৭)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    হে আশিকানে রাসূল! বর্ণনাকৃত হাদীসে পাকের মধ্যে কিছু বিষয় রয়েছে: আসুন! কয়েকটি বিষয় সম্পর্কে শ্রবণ করি:

() কিয়ামত এখনো কায়েম হয়নি, হাশরের ময়দানের বিষয়, বান্দার হিসাব-নিকাশ প্রতিদান ফয়সালার সময়ও এখনো আসেনি, তবে কুরবান হয়ে যান! নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কিয়ামতের পূর্বেই কিয়ামতের দিন সংগঠিত ঘটনাবলী কেবল দেখেন নি বরং সাহাবায়ে কিরামগণের عَلَیْہِمُ الرِّضْوَان সামনে তা প্রকাশও করেছেন

(২)  বান্দার দাবীর বিষয় অনেক ভয়ংকর কারণ কিয়ামতের দিন এক বান্দা তার প্রাপ্য লাভ করার জন্য অন্য বান্দার বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে দাবী করবে। আফসোস! এখন এমন মনে হয় যে দ্বীন থেকে দূরত্ব ও আমলহীনের কারণে বান্দার অধিকারের বিষয়াবলীকে অনেক হালকা মনে করেছে, যেমন অনেক মালিক শ্রমিকদের (Workers) হক আদায় করছে না, আবার কখনো শ্রমিকরা মালিকের জিনিস পত্রের