Book Name:Ala Hazrat Ka Shoq e Ilm e Deen

জ্ঞান বোঝানো হয়েছে? এর ব্যাখ্যা করতে গিয়ে শায়খে তরীকত, আমীর আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বলেন: উক্ত হাদীসে পাক দ্বারা স্কুল-কলেজের প্রচলিত দুনিয়াবী শিক্ষা উদ্দেশ্য নয় বরং প্রয়োজনীয় দ্বীনি জ্ঞানই উদ্দেশ্য। অতএব * সর্বপ্রথম ইসলামী আকীদা শেখা ফরয * তারপর নামাযের ফরয ও শর্তাবলী, নামায ভঙ্গের কারণ সমূহ (অর্থাৎ কীভাবে নামার পরিশুদ্ধ হয় এবং কিভাবে নামায ভঙ্গ হয় তা শেখা) * অতঃপর রমযানুল মুবারকের আগমন হলে তবে যার উপর রোযা ফরয তার জন্য রোযার প্রয়োজনীয় মাসআলা মাসায়িল * যার উপর যাকাত ফরয তার জন্য যাকাতের প্রয়োজনীয় মাসআলা মাসায়িল * তদ্রূপ হজ ফরয হলে হজের * বিবাহ করতে চাইলে তবে বিবাহের * ব্যবসায়ীদের ব্যবসার * ক্রেতার জন্য বেচাকেনার * চাকুরীজীবীদের ও মালিকের ইজারার * মোটকথা প্রত্যেক মুসলিম সজ্ঞান ও প্রাপ্ত বয়স্ক নর-নারীর উপর তার বর্তমান অবস্থা অনুযায়ী মাসআলা মাসায়িল শেখা ফরযে আইন।

        * তদ্রূপ সকলের জন্য হালাল হারামের মাসআলা মাসায়িল শিখাও ফরয * বাতেনী মাসায়িল (অভ্যন্তরীণ মাসআলা মাসায়িল) অর্থাৎ বাতেনী ফরয সমূহ যেমন; বিনয় ও একনিষ্টতা এবং তাওয়াক্কুল (ভরসা) ইত্যাদি এবং সেগুলো অর্জনের পদ্ধতি * তদ্রূপ বাতেনী গুনাহ যেমন; অহংকার, লৌকিকতা, হিংসা, কুধারণা, ক্ষোভ বিদ্বেষ ইত্যাদি এবং এগুলোর প্রতিকার শেখাও প্রতিটি মুসলমানের উপর ফরয। * তদ্রূপ ধ্বংসাত্মক বিষয়সমূহ অর্থাৎ ধ্বংসে নিপতিতকারী বিষয় সমূহ যেমন, ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা, গীবত, চুগলি, অপবাদ, কুদৃষ্টি, প্রতারণা, মুসলমানদের কষ্ট দেয়া ইত্যাদি সমস্ত সগীরা ও কবীরা গুনাহের ব্যাপারে প্রয়োজনীয় আহকাম শেখাও ফরয, যাতে তা থেকে বিরত থাকা যায়

(নেকীর দাওয়াত, পৃষ্ঠা: ১৩৬)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 উলামাদের জন্য অদৃশ্য থেকে জীবিকার ব্যবস্থা

        আমাদের আক্বা ও মাওলা মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে বান্দা দ্বীনের জ্ঞান অর্জন করে, আল্লাহ পাক তার দুঃখ কষ্টের জন্য যথেষ্ট হয়ে যান এবং তাকে এমন জায়গা থেকে জীবিকা দান করেন, যেখান থেকে সে চিন্তাও করেনা।

(জামেয়ে বয়ানিল উলুম ও ফদ্বলিহি, খন্ড: ১ পৃষ্ঠা: ১৯৯ হাদীস: ২১৬ )

 

        سُبْحٰنَ الله! হে আশিকানে রাসূল! আমাদের উচিৎ যে, সাহস রাখা, নফস অলসতা প্রদান করে, শয়তান কুমন্ত্রণা দেয়, এই দুটি আমাদের শত্রু, তাদের কোন কথাই শোনবেন না, আমাদের প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র বাণীর প্রতি মনোযোগ দিন,