Book Name:Ala Hazrat Ka Shoq e Ilm e Deen

        মোটকথা 'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সম্পূর্ণ জীবনী পড়ে নিন! বিভিন্ন জায়গায় আপনি এই দু'টি বিষয় পাবেন: (১) আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দৃঢ় বিশ্বাস (২) আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে অদৃশ্য থেকে সমর্থন।

 

        আহ! আমাদেরও যেনো আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ওসিলায় দৃঢ় বিশ্বাস নসিব হয়ে যায়

 

ঈমানের প্রাণ কি?

        হাকীমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: ঈমানের বাস্তবতা হলো: আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস থাকা তিনি আরও বলেন: সত্যি বলতে ঈমানের প্রাণই তো হলো, রাসূলুল্লাহ
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সংবাদের উপর নিজের ইন্দ্রিয়ের চেয়েও অধিক বিশ্বাস থাকা, যদি আমরা চোখ দিয়ে দেখি যে, এখন দিন কিন্তু নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন যে, এখন রাত তাহলে আমাদের চোখ মিথ্যা আর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সত্য, আমাদের চোখ হাজার বার ভুল করে, কিন্তু তাঁর বাণী কখনো ভুল হয় না।

(তাফসীরে নঈমী, ১ম পারা, সূরা: বাকারা,৩ নং আয়াতের পাদটিকা, খন্ড: ১, পৃষ্ঠা: ১২৮)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

জ্ঞানের সাড়া সাগিয়ে দিলেন

        আলা হযরত, ইমামে আহলে সুন্নাত, শাহ ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খ্যাতির অনেক কারণ রয়েছে, যেমন * তাঁর বিলায়ত তাঁর খ্যাতির কারণ * তাঁর কারামতও তাঁর খ্যাতির কারণ * তাঁর ইশকে রাসূল * তাঁর নেকীর দাওয়াত  ইত্যাদি অনেক কারণ রয়েছে যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রসিদ্ধি কারণ হলো দ্বীনি জ্ঞান।

 

        সায়্যিদি আ'লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যে মহান পরিবারে চোখ খুলেছেন, সেই পুরো পরিবারই হলো জ্ঞানগর্ভ পরিবার। আ'লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দাদা মাওলানা রযা আলী  খান ছিলেন অনেক বড় একজন আলিম, তাঁর ইলমের শান ও শওকত দূর-দূরান্তে আলোচিত ছিলো অতঃপর আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পিতা সম্মানিত মাওলানা নক্বী আলী খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِও ছিলেন অনেক বড় আলিমে দ্বীন, তাঁকে রইসুল মুতাকাল্লিনীন (অর্থাৎ আক্বীদার জ্ঞানে অভিজ্ঞ ওলামাদের প্রধান) বলা হয়, সেই আলিম পরিবারের উৎস ও প্রদীপ হয়ে আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এসেছিলেন এবং তিনি বিশ্ব জুড়ে জ্ঞানের এমন সাড়া জাগিয়েছেন যে, যা ছিলো নজিরবিহীন।