Book Name:Ala Hazrat Ka Shoq e Ilm e Deen

        তো পাঠক এই মুসিবত থেকে নিরাপদ থাকবে। (তিরমিযী, কিতাবুল দাওয়াত, পৃষ্ঠা: ৭৯০, হাদীস: ৩৪৩১)'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ছানি রোগে আক্রান্ত এক ব্যক্তিকে দেখে এই দোয়াটি পাঠ করলেন এবং মনে মনে স্বস্তি অনুভব করলেন।

 

        এই ঘটনার পর ১৬ বছর পেরিয়ে গেছে, ১৬ বছর পর একজন বিশেষজ্ঞ ডাক্তারকে এই বিষয়টি বলা হলে তিনিও চোখ পরীক্ষা করলেন এবং পূর্ণ আত্মবিশ্বাসের সহিত বললেন: ৪ বছর পর আসলেই চোখে পানি চলে আসবে। কিন্তু উৎসর্গ হয়ে যান! আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমার  প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণীর উপর এতো অপরিপক্ক বিশ্বাসী নই যে, ডাক্তারদের কথায় مَعَاذَ الله আমার বিশ্বাস নড়বড়ে হয়ে যাবে। اَلْحَمْدُ لِلّٰه ২০ বছর তো নয় এখন ৩০ বছরেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, আমি কখনও কিতাব পড়া কমাইনি আর আমার চোখে কোনও ব্যথাও অনুভব করিনি। (মালফুযাতে আ'লা হযরত, পৃষ্ঠা: ৭০-৭১)

নববী বাণীর প্রতি পূর্ণ আস্থা

        প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ঘটনায় আমাদের জন্য অনেক কিছু শেখার আছে। সর্বপ্রথম তো এটি দেখুন! আ'লা হযরত ইমামে আহলে সুন্নাত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণীর উপর ঈমান কতটা দৃঢ় ছিলো, একদিকে হাদীসে পাক, অন্যদিকে ডাক্তারের কথা, কিন্তু আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কি বলেন: আমার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণীর উপর এতো অপরিপক্ক বিশ্বাসী নই যে, ডাক্তারদের কথায় আমার বিশ্বাস নড়বড়ে হয়ে যাবে।

 

রযার জীবনীর একটি গোপন রহস্য

        এটি হলো আ'লা হযরতের জীবনীর একটি রহস্য। এমনিতে 'লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একজন সর্বমাত্রার ব্যক্তিত্ব * তিনি অতুলনীয় আলিমে দ্বীন * অতুলনীয় গবেষকও * অতুলনীয় মুহাদ্দিসও * ওলীয়ে কামিলও * সমসাময়িক মুজাদ্দিদও * মোটকথা আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে যে দিক থেকেই দেখেন! সেখানে পরিপূর্ণতাই লক্ষ্য করা যায়, অবশ্য যদি বলা হয় যে, 'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর প্রায় ৬৮ বছরের বরকতময় জীবনকে অল্প কথায় বর্ণনা করা হয়, তবে এর উত্তর পবিত্র কুরআনে পাকের এই বরকতময় আয়াতে পাওয়া যাবে:

 

اُولٰٓئِکَ  کَتَبَ فِیۡ قُلُوۡبِہِمُ الۡاِیۡمَانَ وَ اَیَّدَہُمۡ  بِرُوۡحٍ مِّنۡہُ ؕ

(পারা ২৮, মুজাদালা, আয়াত ২২)

কানযুল ঈমান থেকে অনুবাদ: এরা হচ্ছে ঐসব লোক, যাদের অন্তরগুলোতে আল্লাহ পাক ঈমান অঙ্কিত করে দিয়েছেন এবং তাঁর নিকট থেকে রুহ দ্বারা তাদের সাহায্য করেছেন।

 

        আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজেই এই আয়াত থেকে তাঁর জন্ম তারিখ বের করেছেন, (মলফুযাতে আলা হযরত, ৪১০ পৃষ্ঠা) ইলমুল আদাদ তথা সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই আয়াতে পাকের সংখ্যাও ১২৭২ হয় এবং আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ জন্ম সালও ১২৭২। এ  থেকে জানা যায় যে, এই