Book Name:Ala Hazrat Ka Shoq e Ilm e Deen

দাঁড়িয়ে বিশাল জনতার সামনে বয়ান করেন। (ফাতাওয়ায়ে রযবীয়া, খন্ড: ৩০, পৃষ্ঠা: ১৬) * তিনি ৮ বছর বয়সে প্রথম ফতোয়া লিখেন, যা দেখে তার সম্মানিত পিতা বলেছিলেন: এমন ফতোয়া কোন বড় আলিম যদি লিখে দেখাতে পারে তাহলে আমরা তা দেখবো...!! (হায়াতে আ'লা হযরত, খন্ড: ১ পৃষ্ঠা: ৩২৩) * দরসে নিজামীর (অর্থাৎ আলিম কোর্স) দ্বিতীয় বা তৃতীয় ক্লাসে হিদায়াতুন নাহু নামে একটি আরবী কিতাব পাঠদান করানো হয় 'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ৮ বছর বয়সে সেই কিতাবটির ব্যাখ্যা লিখেছেন। (ফাতাওয়ায়ে রযবীয়া, খন্ড: ৩০, পৃষ্ঠা: ১৭) * ১০ বছর বয়স মুবারকে তিনি উসুলে ফিকহের খুবই কঠিন কিতাব মুসাল্লামুস সুবুত পড়েছিলেন এবং এটির গবেষণামূলক ব্যাখ্যা লেখার সৌভাগ্য লাভ করেছিলেন। (ফাতাওয়ায়ে রযবীয়া, খন্ড: ৩০, পৃষ্ঠা: ১৭) মুসাল্লামুস সুবুত আজ অবধি তাকাসসুস ফিল ফিকহ (অর্থাৎ ৮ বছর দরসে নিজামীর পর মুফতি কোর্সে) পড়ানো হয় এবং আজকাল এটি পড়া তো দূরের বিষয় তা পাঠদানকারীর সংখ্যাও খুবই অল্প সংখ্যক। * ১৩ বছর ১০ মাস ৪ দিন বয়স মুবারকে তিনি প্রচলিত জ্ঞান সম্পূর্ণ করেছিলেন, একই বয়সে যথারীতি প্রথম ফতোয়া লিখেন এবং মুফতির আসনে সমাসীন হন। (ফাতাওয়ায়ে রযবীয়া, খন্ড: ৩০, পৃষ্ঠা: ১৭)

 

 

অসুস্থ অবস্থায় জ্ঞানগর্ভ পরিষেবা

       প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের আক্বা আ'লা হযরত, ইমামে আহলে সুন্নাত, শাহ্ ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দ্বীনি জ্ঞানের প্রতি এমন আগ্রহ ছিলো যে, অসুস্থ অবস্থায়ও তিনি কিতাব থেকে দূরে থাকতে পছন্দ করতেন না। সায়্যিদি আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর প্রায়শই জ্বর, মাথাব্যথা এবং কোমড় ব্যথা লেগে থাকতো, তা সত্ত্বেও তাঁর জ্ঞানের ব্যস্ততা কখনই কমেনি। তিনি প্রায় ৬৮ বছর পৃথিবীতে বেঁচে ছিলেন, তন্মধ্যে শেষ বছরগুলিতে তিনি বিভিন্ন শারীরিক রোগের মুখোমুখি হয়েছিলেন। তার সেই শেষ বছরগুলির জ্ঞানের পরিষেবার প্রতিও যদি তাকান, তাহলে বিবেক স্তব্ধ হয়ে যায় যে, 'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দ্বীনি জ্ঞান পড়ার, পড়ানোর, দ্বীনি জ্ঞানের সাড়া জাগানোর কেমন প্রবল আগ্রহ ছিলো যা কোনো অবস্থাতেই কম হয়নি।

 

শেষ ১০ বছরের কিছু জ্ঞানের পরিষেবা

        সায়্যিদি আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ শেষ ১০ বছর, যখন তিনি সাধারণত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, এই বছরগুলিতে আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অনেক কিতাব রচনা করেছেন, যেমন; সেই বছরগুলোতেই
* কুরআন শরীফের উর্দু অনুবাদ কানযুল ঈমান রচনা করেন * সূরা মুমতাহিনার কতিপয় আয়াতের তাফসীর ও ব্যাখ্যা সম্বলিত ১২৬ পৃষ্ঠার জ্ঞান ও গবেষণামূলক পুস্তিকা আল মুহাজ্জাতুল