Book Name:Ala Hazrat Ka Shoq e Ilm e Deen

দ্বীনি জ্ঞান শিখতে ব্যস্ত হয়ে যান, সমস্যা আসবে, অসুবিধা আসবে, ত্যাগও স্বীকার করতে হবে, কিন্তু তাতে কিছু যায় আসে না, اِنْ شَآءَ الله আল্লাহ পাক এইসব দুঃখ ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং এমন জায়গা থেকে রিযিকেরও ব্যবস্থা করবেন, যেখান থেকে আমরা চিন্তাও করবো না।

 

 দাওয়াতে ইসলামী এবং দ্বীনি জ্ঞানের প্রচার

        اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী সারা বিশ্বে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে নিয়োজিত রয়েছে। দাওয়াতে ইসলামীর অধীনে দেশে ও বিদেশে হাজারো জামেয়াতুল মদীনা চলমান রয়েছে, যেখানে ইসলামী ভাই ও ইসলামী বোনদের পৃথক পৃথক জামেয়াতুল মদীনায় দরসে নিজামী (অর্থাৎ আলিম ও আলিমা কোর্স) করানো হচ্ছে। اَلْحَمْدُ لِلّٰه জামেয়াতুল মদীনায় ইলমে তাফসীর ও উসুলে তাফসীর, ইলমে হাদীস ও উসুলে হাদীস, ইলমে ফিকহ ও উসুলে ফিকহ, ইলমে কালাম, বিভিন্ন ব্যাকরণের জ্ঞান যেমন; নাহু, সরফ, ইলমে বয়ান, ইলমে বদি, ইলমে মাআনি ইত্যাদি প্রায় ১৫টি জ্ঞান ও শাস্ত্র শেখানো হয় এখন তো আল্লাহ পাকের রহমতে এবং তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুগ্রহে দাওয়াতে ইসলামীর নিজস্ব শিক্ষা বোর্ড কানযুল মাদারীস প্রতিষ্ঠা করা হয়েছে। জামেয়াতুল মদীনায় পরীক্ষা কানযুল মাদারীস বোর্ডের অধীনেই নেয়া হয় এবং এম এ ইসলামিয়াতের ডিগ্রীও প্রদান করা  হয়

 

        জামেয়াতুল মদীনায় ভর্তি চলমান রয়েছে! জামেয়াতুল মদীনায় ভর্তি হোন! নিজের ছেলেকে, মেয়েকে ভর্তি করান! আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মানসিকতা তৈরি করুন, তাদেরকেও জামেয়াতুল মদীনায় ভর্তি করান! اَلْحَمْدُ لِلّٰه জামেয়াতুল মদীনার অধীনে পাকিস্তানের কয়েকটি শহরে নৈশ জামেয়াতুল মদীনাও চলছে। যাতে চাকুরিজীবী, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িতদের জন্য দরসে নিজামীর সাড়ে ৩ ঘণ্টা এবং ২ বছরের কোর্সে রাতে ২ ঘণ্টার ক্লাস করানো হয় আপনিও দরসে নিজামী অথবা দুই বছরের কোর্সে ভর্তি হয়ে দ্বীনি জ্ঞান শিখে দ্বীনের খেদমতে নিয়োজিত হয়ে যান! আল্লাহ পাক আমাদের সকলকে আমলদার আলিম হয়ে অন্যদেরকেও বানানোর তৌফিক দান করো

 اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

 ৩৯ নং নেক আমলের প্রতি উৎসাহ প্রদান

       প্রিয় ইসলামী ভাইয়েরা! ঈসার তথা আত্মত্যাগের প্রেরণা পেতে এবং অন্যান্য নেক কাজের অভ্যাস গড়ার জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হয়ে যান এবং যেলি হালকার ১২টি দ্বীনি কাজে অংশগ্রহণ করুন, আশিকানে রাসূলের সাথে মাদানী কাফেলায় সফর করুন এবং “নেক আমল“ এর পুস্তিকা পূরণ করার অভ্যাস গড়ে তুলুন। শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রদত্ত “৭২টি নেক আমল“ এর মধ্যে ৩৯ নম্বর নেক আমল হলো যে, আজকে আপনি কি কিছু সময়ের জন্য মাদানী চ্যানেল দেখেছেন? প্রিয় ইসলামী