Book Name:Ala Hazrat Ka Shoq e Ilm e Deen

বাল্যকাল থেকেই দ্বীনি জ্ঞানের প্রতি অনুরাগী

        সায়্যিদি আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ছোটবেলা থেকেই দ্বীনি জ্ঞানের প্রতি খুবই অনুরাগী ছিলেন, তাঁর সম্মানিতা সহোদরা (বোন) বলেন: আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কখনো পড়ার ক্ষেত্রে জেদ করেননি, স্বেচ্ছায় পড়ার জন্য চলে যেতেন, তিনি শুক্রবারেও পড়ার জন্য যেতে চাইতেন কিন্তু পিতার নিষেধের কারণে থেমে যেতেন।

(হায়াতে আ'লা হযরত, খন্ড: ১, পৃষ্ঠা: ১১৩)

প্রথম বিসমিল্লাহ পাঠদানের সময়ের একটি সুন্দর স্মৃতি

        পবিত্র কুরআন শেখানোর জন্য যে মৌলিক কায়দা পড়ানো হয়, যেমন আজকাল শিশুদের মাদানী কায়দা পড়ানো হয়, এর প্রথম পাঠে শিশুদের আরবী হুরুফে মুফরিদাত (অর্থাৎ আরবী বর্ণমালা) শেখানো হয় এবং দ্বিতীয় পাঠে মুরাক্কাবাত (অর্থাৎ দুটি অক্ষরের মিলিত রূপ) সম্পর্কে শেখানো হয়

 

        সায়্যিদি আ'লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর প্রথম বিসমিল্লাহ পাঠদানের অনুষ্ঠান ছিলো, তাঁর পিতা, দাদাজান ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন, ওস্তাদ যথারীতি বিসমিল্লাহ শরীফ পড়ালেন, অতঃপর কায়দার প্রথম পাঠ থেকে اَلِف، بَا، تَا ইত্যাদি হরফ পড়াতে শুরু করেন, ওস্তাদ সাহেব পড়াতে থাকেন আর আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ পড়তে থাকেন, যখন দ্বিতীয় পাঠে পৌঁছলেন তখন ওস্তাদ সাহেব মুরাক্বাব হরফ শেখানোর সময় বললেন: বলুন! لَام، اَلِفْ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নীরব হয়ে গেলেন। ওস্তাদ সাহেব আবার বললেন: মিয়া সাহেবজাদা! বলুন: لَام، اَلِفْ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: আমি তো এই দুটি হরফ পড়ে নিয়েছি। اَلِفْও পড়ে নিয়েছি, لَامও পড়ে নিয়েছি, এখন আবার কেন পড়ানো হচ্ছে? এ কথা শুনে তাঁর দাদা বললেন: বৎস! ওস্তাদের কথা মান্য করো...!! দাদার কথা শুনে আ'লা হযরত চুপ হয়ে গেলেন এবং ওস্তাদের পাঠদান অনুসারে পড়লেন, কিন্তু সেই সাথে দাদার মুখের দিকে প্রশ্নবোধক দৃষ্টি নিক্ষেপ করলেন। তাঁর দাদা বুঝতে পেরেছিলেন যে, ছোট শাহজাদা কথা তো মেনে নিয়েছে, কিন্তু তার মন সন্তুষ্ট হয়নি, যদিও এই গভীর প্রশ্নের উত্তর ছোট শিশুকে বোঝানো কঠিন ছিলো, কিন্তু তিনি ঈমানী অন্তর্দৃষ্টির মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে, শাহজাদা ছোট হলেও, কিন্তু বুদ্ধি এবং চেতনার দিক দিয়ে ছোট নয়, আজকের এই ছোট্ট শিশুটি আগামীকাল জ্ঞান ও শাস্ত্রের বাদশাহ হবে, অতএব তিনি ছোট শাহজাদাকে সম্বোধন করে বললেন: বৎস! اَلِفْ সবসময় সাকিন থাকে, তা একাকী পড়া সম্ভব নয়, আগে আপনি যা পড়েছিলেন তা اَلِفْ নয়, হামযা ছিলো, এখন لَام এর সাথে মিলিয়ে اَلِفْ পড়ানো হচ্ছে। আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আবার জিজ্ঞাসা করলেন: যদি এমন হতো তাহলে با,الف বা ،جیم،الف পড়ানো হতো। الف কে لَام  এর সাথেই কেনো মিলানা হয়েছে? শিশু বয়সে আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এই প্রশ্ন শুনে তাঁর দাদা তাঁকে  ভালোবাসার