Book Name:Ala Hazrat Ka Shoq e Ilm e Deen

কেয়সে? পৃষ্ঠা: ১৬) * অধ্যয়নের মাধ্যমে জ্ঞান বৃদ্ধি পায় (প্রাগুক্ত, পৃষ্ঠা: ১৭) * অধ্যয়ন মারেফাত অর্জনের মাধ্যম। (প্রাগুক্ত, পৃষ্ঠা ১৮) * অধ্যয়নের মাধ্যমে বিশ্ব জগতের গবেষণা করার মানসিকতা তৈরি হয় (প্রাগুক্ত, পৃষ্ঠা: ১৮) * অধ্যয়ন বুদ্ধি এবং চেতনা বৃদ্ধি করে। (প্রাগুক্ত, পৃষ্ঠা: ১৯) * অধ্যয়ন মানুষের দ্বীনি ও দুনিয়াবি উভয় ক্ষেত্রে বিকাশের কারণ। (প্রাগুক্ত, পৃষ্ঠা: ১৯) * অধ্যয়ন স্বভাবে প্রফুল্লতা, দৃষ্টির প্রখরতা এবং মন ও মস্তিষ্ককে সতেজতা প্রদান করে (প্রাগুক্ত, পৃষ্ঠা: ১৯) * এমন কিতাব, পুস্তিকা ও খবরের কাগজ থেকে সর্বদা দূরে থাকুন যা ঈমানের জন্য প্রাণঘাতী, নির্লজ্জ ও অনৈতিক হয়ে থাকে। (প্রাগুক্ত পৃষ্ঠা: ২৯) * নিজের বুযুর্গদের জীবনী জানতে এবং তাঁদের সুন্দর কর্মকান্ড নিজের জীবনে বাস্তবায়ন করতে তাঁদের জীবনী ও ধরন সমূহ সম্বলিত কিতাব অধ্যয়ন করা খুবই জরুরী। (প্রাগুক্ত, পৃষ্ঠা: ৩৩) * ইমাম গাযযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখন তুমি কোন জ্ঞান অর্জন করতে শুরু করবে বা অধ্যয়ন করতে চাইবে, তখন উত্তম হলো যে, তোমার জ্ঞান ও অধ্যয়ন যেনো আত্মশুদ্ধি এবং অন্তরের সংশোধনের কারণ হয় (প্রাগুক্ত পৃষ্ঠা: ৩২) * স্মরণশক্তি প্রখর করার জন্য যেমনিভাবে বিভিন্ন ঔষধ ব্যবহার করা হয় এবং অযিফা পড়া হয় তেমনিভাবে একটি ঔষধ অধ্যয়ন করাও (প্রাগুক্ত পৃষ্ঠা: ৩৬)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

ঘোষণা:

        অধ্যয়ন করার  অবশিষ্ট মাদানী ফুল তরবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে, অতএব তা জানতে তরবিয়্যতি হালকায় অংশগ্রহণ করুন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত

৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া

 (১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ

 الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

          বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন