Book Name:Ala Hazrat Ka Shoq e Ilm e Deen

ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه মাদানী চ্যানেল একটি শতভাগ ইসলামী চ্যানেল এবং এর বিভিন্ন প্রোগ্রামে নেকীর দাওয়াত, সুন্নাত ও ফরয জ্ঞান শেখানো হয়, আপনি আপনার ঘরে মাদানী চ্যানেল দেখার অভ্যাস বানিয়ে নিন, اِنْ شَآءَ الله অনেক কিছু শিখতে পারবেন। এছাড়া প্রতি শনিবার অনুষ্ঠিত মাদানী মুযাকারা দেখার দৃঢ় নিয়ত করে নিন, কেননা শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রশ্নাবলীর হিকমতপূর্ণ উত্তর দিয়ে থাকেন, মাদানী মুযাকারায় জ্ঞানের ভান্ডার অর্জিত হয় এবং অনেকগুলো দ্বীনি বিষয় শেখা যায়

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 শিক্ষা বিভাগ মজলিস

        জাতির ভাগ্য তরুণ প্রজন্মের শিক্ষার উপর নির্ভর করে। উন্নতি ও অবনতির শত শত কাহিনী এই বিষয়ের সাক্ষী যে, কালের লাগাম ঐজাতির হাতে ছিলো, যাদের তরুণ প্রজন্ম উন্নত আচরণ ও চরিত্রের অধিকারী ছিলো এবং যাদের তরুণ প্রজন্ম রক্তপাত ও খেলাধুলায় নিমগ্ন ছিলো, তারা অবনতির শিকার হয়েছে। আজ আমাদের অবস্থাও কিছুটা এমনই, আমাদের তরুণ প্রজন্মও অধঃপতনের শিকার হচ্ছে, কেননা আমাদের শিক্ষার মান, প্রতিষ্ঠানের অবস্থা এবং শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা খুবই করুণ, সকল সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত লোকদের নিকট দাওয়াতে ইসলামীর বার্তা পৌঁছে দেয়ার লক্ষ্যে শিক্ষা বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে, যার মৌলিক উদ্দেশ্য হলো উল্লেখিত প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত লোকদেরকে দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত করে সুন্নাত অনুযায়ী জীবন যাপনের মানসিকতা তৈরি করা। এই বিভাগ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বারা ভালো ভালো নিয়্যত সহকারে অনুষ্ঠানের আয়োজন করে তাদেরকে রাসুলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাত সম্পর্কে অবহিত করানো হয় এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে “নেক আমল“ এর ধারাবাহিকতা চালু করা এবং ছাত্রাবাসে প্রাপ্তবয়স্কদের মাদরাসাতুল মদীনা প্রতিষ্ঠা করে ঐ ভবিষ্যতের নির্মাতাদের ধর্মীয় ও নৈতিক প্রশিক্ষণ প্রদানের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। اَلْحَمْدُ لِلّٰه এ পর্যন্ত অসংখ্য বেআমল ছাত্র তাদের গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে নিয়মিত নামাযী ও সুন্নাতের অনুসারী হয়ে গেছে।

 

 অধ্যয়ন করার মাদানী ফুল

       প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষ করার পূর্বে আসুন! অধ্যয়ন করার ব্যাপারে কতিপয় মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুটি বাণী লক্ষ্য করুন: (১) ইরশাদ করেন: নিঃসন্দেহে জ্ঞান শিখার মাধ্যমেই আসে। (কানযুল উম্মাল, ১০/১০৪, হাদীস: ২৯২৫২) (২) ইরশাদ করেন: দুনিয়া হলো অভিশপ্ত এবং আল্লাহ পাকের যিকির, তাঁর ওলী অর্থাৎ বন্ধু এবং দ্বীনি জ্ঞান পাঠক এবং পাঠদানকারী ব্যতীত এর সব কিছুই অভিশপ্ত (তিরমিযী, কিতাবুল যুহদ, ৩/১৩৩, হাদীস: ২৩২৯) * অধ্যয়ন ঈমানের মজবুতি ও পরিপক্কতার মাধ্যম (মুতালায়া কিয়া, কিউ অউর