Book Name:Ala Hazrat Ka Shoq e Ilm e Deen

টানে বুকে জড়িয়ে নিলেন এবং দোয়া দিয়ে বললেন: বৎস! لَام এবং الف এর মধ্যে পরস্পর গভীর সম্পর্ক রয়েছে আমরা যখন لَام লিখি তখন এর মধ্যবর্তী অক্ষর الف হয়ে থাকে, তদ্রূপ যখন الف লিখি, তখন এর মধ্যবর্তী অক্ষর لَام হয়ে থাকে, যেন الف হলো لَام এর হৃদয় এবং لَام হলো الف এর হৃদয় এভাবে الف এবং لَام যেনো দুটি দেহ আর একটি প্রাণ, তাই الف কে لَام এর সাথে মিলিয়ে পড়ানো হয়

(হায়াতে আ'লা হযরত, খন্ড: ১ পৃষ্ঠা: ১১০)

                        اَللهُ اَكْبَرُ প্রিয় ইসলামী ভাইয়েরা! ভাবুন তো! ৪ বছরের শিশু কতটা মেধাবী হয়ে থাকে, আমাদের সমাজে তো ৪ বছরের শিশুরা হুরুফে তাহাজ্জীও সঠিকভাবে পড়তে পারে না, বরং আজকাল তো ৪ বছরের শিশুরা ফিডার পান করে থাকে, কিন্তু আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রতিটি দিক থেকেই ছিলেন পূর্ণতার আধার, মাত্র ৪ বছর বয়সে তিনি জ্ঞানের সেই বন্ধ দরজা খুলে দিচ্ছেন যেখান পর্যন্ত বর্তমানে বড় বড়রাও পৌঁছতে পারেনি

 

জ্ঞানগর্ভ শৈশবের কিছু ঝলক

        হে আশিকানে রাসূল!'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বড় হয়ে জ্ঞানের যে সমুদ্র প্রবাহিত করেছেন, তা তো আছেই, তাঁর বরকতময় শৈশবের দিকে তাকালে তো জ্ঞানের পরিপূর্ণতা লক্ষ্য করা যায় * 'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ শৈশবকাল থেকেই জ্ঞানপিপাসু ছিলেন * তিনি তাঁর পিতা মাওলানা নক্বী আলী খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমতে বসতেন এবং তাঁর থেকে যা কিছু ধর্মীয় বিষয় শুনতেন, তা তাঁর মনের মধ্যে সংরক্ষিত করে রাখতেন, অতঃপর কাউকে যখন এর বিপরীত করতে দেখতেন তখন তৎক্ষণাৎ সৎ সাহসের সাথে বলে দিতেন যে, এই মাসআলাটি এভাবে নয় বরং এভাবে। (ফয়যানে আ'লা হযরত, পৃষ্ঠা: ৮৪) * 'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ স্বয়ং বলেন: আমার সম্মানিত ওস্তাদ, যাঁর থেকে আমি প্রাথমিক কিতাবাদি পড়তাম, তিনি যখন আমাকে পাঠ পড়াতেন, তখন আমি এক-দুইবার কিতাব দেখার পর বন্ধ করে দিতাম, ওস্তাদ সাহেব যখন পাঠ শুনতেন তখন অক্ষরে অক্ষরে শুনিয়ে দিতাম প্রতিদিন এই অবস্থা দেখে ওস্তাদ সাহেব অবাক হতেন, একদিন তিনি আমাকে বলতে লাগলেন: আহমদ মিঞা! বলো তো, তুমি মানুষ নাকি জ্বীন? আমার পড়াতে সময় লাগে কিন্তু তোমার মুখস্ত করতে সময় লাগে না। (হায়াতে আ'লা হযরত, খন্ড: ১ পৃষ্ঠা: ১১২) আমি বললাম: আল্লাহর কৃতজ্ঞতা, আমি মানুষই, তবে আল্লাহ পাকের অশেষ দয়া ও অনুগ্রহ আমার সঙ্গে রয়েছে! (তাযকিরায়ে ইমাম আহমদ রযা, পৃষ্ঠা: ৫) * 'লা‌ হযরত
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মাত্র সাড়ে তিন বছর বয়সে একজন আরবী ব্যক্তির সঙ্গে আরবী  ভাষায় কথা বলেন। (হায়াতে আ'লা হযরত, খন্ড:১ পৃষ্ঠা: ১০৬) * সাড়ে চার বছর বয়সে তিনি কুরআনে করীম নাজেরা সমাপ্ত করেন। (তাযকিরায়ে ইমাম আহমদ রযা, পৃষ্ঠা: ৩) * ৬ বছর বয়সে রবিউল আউয়াল মাসে মিম্বরে