Book Name:Ala Hazrat Ka Shoq e Ilm e Deen

আয়াতের যেই বিষয়বস্তু, তাই হলো আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পবিত্র জীবনের সারসংক্ষেপ এবং তা কী? ২টি বিষয়: (১) তার অন্তরে ঈমান অঙ্কিত করে দেয়া হয়েছে (২) অদৃশ্য থেকে তাকে সাহায্য করা হয়

 

বৃষ্টি বর্ষণ শুরু হলো

        একবার এক জ্যোতিষী আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমতে উপস্থিত ছিলো, সায়্যিদি আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁকে বললেন: বলুন! আপনার হিসেবে কখন বৃষ্টি হওয়া উচিত? এখন জ্যোতিষী হিসেব করতে লাগলেন, রেখা আঁকলেন, রাশিফল তৈরি করলেন, নক্ষত্রের গতিবিধি দেখে বললেন: এই মাসে পানি নেই, আগামী মাসে বৃষ্টি হবে। সায়্যিদি আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দৃঢ় ঈমানের প্রতি শত মারহাবা...!! তিনি বললেন: আল্লাহ পাক সব কিছু করতে সক্ষম, তিনি চাইলে আজই বৃষ্টি বর্ষন করতে পারেন।

        আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ জ্যোতিষীকে তাঁর কথাটি কার্যত ব্যাখ্যা করলেন, দেয়ালে একটি ঘড়ি ছিলো, তিনি বললেন: বলুন! ক'টা বাজে? জ্যোতিষী ঘড়ি দেখে বললো: সোয়া এগারোটা তিনি বললেন: বারোটা বাজতে কতটুকু দেরি? জ্যোতিষী বললো: পৌনে একঘন্টা (অর্থাৎ ৪৫ মিনিট) 'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: পৌনে একঘন্টার পূর্বে কি ১২ টা বাজতে পারেজ্যোতিষী বললো: না, পৌনে এক ঘন্টা অতিবাহিত হলেই তো বারোটা বাজবে। একথা শুনে আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উঠে দাঁড়ালেন এবং ঘড়ির কাঁটা ঘুরিয়ে দিলেন, সাথে সাথেই ঠনঠন করে ১২টা বেজে গেলো তিনি জ্যোতিষীকে সম্বোধন করে বললেন: আপনি তো বলেছিলেন পৌনে এক ঘন্টার পূর্বে বারোটা বাজতেই পারে না, এখন কিভাবে বাজলো? জ্যোতিষী বললো: আপনি কাঁটা ঘুরিয়ে দিয়েছেন, নইলে তো আপন গতিতে পৌনে একঘন্টা পরেই ১২টা বাজতো। আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: (এটাই আমি আপনাকে বুঝাতে চাইছি) যে, আল্লাহ সর্বশক্তিমান, তিনি যে নক্ষত্রকে যখন চান, যেখানে চান পাঠাতে পারেন। আপনি বলছেন যে, আগামী মাসে বৃষ্টি হবে, কিন্তু আমি বলি যে, আমার প্রতিপালক চাইলে আজ এবং এখনই বৃষ্টি শুরু হবে।

        ব্যস আ'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জিহবা মুবারক থেকে এই  শব্দগুলোবের হতে না হতেই তৎক্ষণাৎ চারদিক মেঘাচ্ছন্ন হয়ে গেলো এবং মুষলধারে বৃষ্টি হতে লাগলো। (আনওয়ারে রযা, ৩৭৫ পৃষ্ঠা)

        হে আশিকানে রযা! দেখুন, এখানেও এইদুটি বিষয় দৃশ্যমান, 'লা‌ হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর দয়ালূ প্রতিপালকের শক্তির উপর কতটা দৃঢ় বিশ্বাসী ছিলেন, জ্যোতিষী রাশিফল বানিয়ে দেখাচ্ছে, কিন্তু তিনি বলছেন: আমার আল্লাহ চাইলে তো এখনই বৃষ্টি হয়ে যাবে। অতঃপর অদৃশ্য থেকে সমর্থনও দেখুন! তাঁর বরকতময় জিহবা থেকে এই বাক্যটি বের হওয়ার সাথে সাথেই বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেলো।