Madine Ki Barkatain

Book Name:Madine Ki Barkatain

মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   এর  প্রকৃত প্রেমিক, কিন্তু নফসের তাড়নায় গুনাহ করে ফেলে, গুনাহ করে অন্তর মলিন হয়ে গেছে, যদি সে মদীনায় আসে, তবে মদীনা তার গুনাহ ধুয়ে পরিষ্কার করে দেয়

 

হে যিয়ারতকারীগণ ক্ষমাপ্রাপ্ত  হয়ে প্রত্যাবর্তন করো...!!

          হযরত হাতেম আসাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একজন মহান ও প্রসিদ্ধ আল্লাহর ওলী, একবার তাঁর মদীনায় যাওয়ার সৌভাগ্য লাভ হলো, তখন তিনি নূরানী রওযায় উপস্থিত হলেন, (প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে সালাম আরজ করলেনঅতঃপর সেখানে দাঁড়িয়ে) আল্লাহ পাকের দরবারে  আরজ করলেন: হে আল্লাহ! আমি তোমার প্রিয়তমের রওযায় উপস্থিত আছি, হে প্রিয় আল্লাহ! এখন তো আমাকে খালি ফিরিয়ে দিও নাঅদৃশ্য থেকে আওয়াজ এলোঃ হে বান্দা! আমি তোমাকে আমার প্রিয়তমের صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দরবারে আসার অনুমতিই তখন দিয়েছি যখন তোমাকে পবিত্র করার জন্য  কবুল করেছি এখন তুমি এবং তোমার সঙ্গীরা সবাই ক্ষমাপ্রাপ্ত হয়ে প্রত্যাবর্তন করো! নিশ্চয় আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট  হয়েছেন এবং তাদের প্রতি ও সন্তুষ্ট  হয়েছেন যারা প্রিয় নবী মুহাম্মদ আরাবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর রওযার যিয়ারত করেছে।

(রওদ্বুল ফায়িক, পৃষ্ঠা:৩০৬)

                                                سُبْحَانَ الله! এটা হলো মদীনা...!! মদীনা হলো চুল্লি, চুল্লি যেমন লোহাকে উত্তপ্ত করে তার মরিচা দূর করে, তেমনি মদীনা শরীফ এখানে আগতদের গুনাহ থেকে পরিষ্কার করে দেয়

 

(৬) মদীনা ঈমানের সতেজতা দান করে

          বুখারী শরীফে হাদীস রয়েছে, হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন: اِنَّ الْاِيمَانَ لَيَاْرِزُ اِلَى الْمَدِينَةِ كَمَا تَاْرِزُ الْحَيَّةُاِلَى جُحْرِهَا  নিশ্চয় ঈমান  মদীনার দিকে সঙ্কুচিত  হবে, যেমন সাপ তার গর্তে সঙ্কুচিত  হয়

(বুখারী, কিতাবু ফাযাইলিল মদীনা, পৃষ্ঠা:৪৯৮, হাদীস:১৮৭৬)

          এটা খুবই ঈমান উদ্দীপক হাদীস শরীফ, ওলামায়ে কেরাম উক্ত হাদীসে পাকের ব্যাখায় বলেন: উক্ত হাদীসে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঈমান মদীনায় সঙ্কুচিত যাওয়াকে সাপের সাথে সাদৃশ্য দিয়েছেন, অর্থাৎ তিনি বলছেন, যেমনিভাবে সাপ তার গর্তে ফিরে যায়, ঠিক তেমনিভাবে ঈমান মদীনায় ফিরে যাবে, একটু ভাবুন! সাপ তার গর্ত থেকে বেরিয়ে আসে, তার প্রয়োজনীয় জিনিসপত্র নেয়, খাবার ইত্যাদি তাকে খুঁজতে  হয়, সে খুঁজে বেড়ায়, বাইরে ঘুরতে ঘুরতে তার উপর সূর্যের রৌদ্র পড়ে, গরম পড়ে, ধূলোবালি পড়ে, যার ফলে তার চামড়া পুরাতন হয়ে যায় তারপর বছরের কিছু সময় সে এমনভাবে কাটায় যে, সে লুকিয়ে থাকে, বাইরে বের  হয় না, যখন সে তার সময় পরিপূর্ণ করে বাইরে আসে তখন তার ত্বকের পরিবর্তন হয়, পুরাতন চামড়া উঠে আসে, নতুন তাজা চকচকে ত্বক তার উপর আসে।

          এ কথাটিই পবিত্র হাদীসে বলা  হয়েছে যে, সাপ যেমন গর্তে যায়, তখন তার ত্বক সতেজ ও চকচকে হয়ে ওঠে, তদ্রূপ মানুষ পৃথিবীতে থাকে, অন্য শহরে থাকে, তখন তার উপর