Madine Ki Barkatain

Book Name:Madine Ki Barkatain

আরোগ্যের কারণ। (জামেসগীর, পৃষ্ঠা:৩৫৫, হাদীস:৫৭৫৩) * একটি হাদীসে পাকে রয়েছে, প্রিয় নবী, মক্কী মাদানী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শপথের সাথে  বলেন: وَ الَّذِیْ نَفْسِیْ بِیَدِہٖ   সেই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, اِنَّ  فِیْ غُبَارِھَا شِفَاءً مِّنْ کُلِّ دَآءٍ নিশ্চয় মদীনার ধূলির মধ্যে প্রত্যেক রোগ থেকে নিরাময় রয়েছে (আত তারগীব ওয়াত তারহীব, পৃষ্ঠা: ৪১৬, হাদীস: ২৮) * বুখারী শরীফের হাদীসে পাকে রয়েছে উম্মুল মুমিনীন, বিবি আয়েশা সিদ্দীকা তৈয়্যবা ত্বাহিরা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: যদি কারো ফোড়া বা ব্রণ ইত্যাদি হতো তাহলে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর উপর আঙ্গুল মুবারক রেখে বলতেন: بِسْمِ الله আল্লাহ পাকের হুকুমে আমাদের শহরের  মাটি  এবং আমাদের মধ্যে কিছু লোকের লালা রোগ নিরাময় করে।

(বুখারী, কিতাবুল ত্বিব, পৃষ্ঠা:১৪৫২, হাদীস:৫৭৪৬)

 

          মুফাসসিরে কুরআন, মুফতি আহমাদ  ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  এর বাণীর সারাংশ হলো: প্রথমত  নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রোগের স্থানে আঙ্গুল রাখতেন, তারপর নিজের  আঙুলে লালা মুবারক লাগাতেন, তারপর মাটি লাগাতেন এবং তা রোগের স্থানে ঘষিয়ে দিতেন এবং বলতেন: আল্লাহর হুকুমে আমাদের লালা ও মদীনার মাটি আরোগ্য

(মিরাতুল মানাজীহ,খন্ড ২,পৃ: ৪০৭)

 

                                                اَلْحَمْدُ لِلّٰه! আশিকে মদীনা, মদীনা ওয়ালার প্রেমিক, শায়খে তরিক্বত আমীরে-আহলে-সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ কে দেখা গেছে যে, তিনি মদীনার পবিত্র মাটি যথারীতি সুরমার শলায় লাগিয়ে চোখে লাগিয়েছেন, বরং তিনি دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ মদীনা শরীফের ভাগ্যবান কবুতরের পায়ের ছাপ থেকে মদীনার ধূলিকণা নিয়ে তাঁর চোখে লাগিয়েছিলেন

 

নেক আমল নম্বর ২২

          হে আশিকানে-রাসূল! খোদাভীতি ও ইশকে মোস্তফা পেতে, নেক হতে এবং কবর ও পরকালের জন্য প্রস্তুতির মন-মানসিকতা পেতে আশিকানে-রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, এবং যেলী হালকার ১২ টি দ্বীনি কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। ৭২টি নেক আমলের উপর আমল এবং মাদানী কাফেলায় আশিকানে-রাসূলের সাথে সফর করুন! اِنْ شَآءَ الله!  এর অগণিত বরকত লাভ করবেন। শায়খে তরিক্বত আমীরে-আহলে-সুন্নাত প্রদত্ত ৭২টি নেক আমলের মধ্যে ২২ নম্বর নেক আমলটি হলো: আপনি কি আজকে বাড়ির জানালা (অর্থাৎ বাইরে দেখার জন্য রাখা জানালা) থেকে বাহিরে এবং অন্যদের ঘরের দরজা থেকে (অকারণে) ঘরের ভিতর উঁকি মারার চেষ্টা করা থেকে বিরত থেকেছেন? এই নেক আমলের উপর আমল করার বরকতে আমরা অনেকগুলো গুনাহ থেকেও বেঁচে থাকবো।