Madine Ki Barkatain

Book Name:Madine Ki Barkatain

মান হলো ফযিলতপূর্ণ আক্বা, আল্লাহর হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বরকতময় অস্তিত্ব * যতক্ষণ পর্যন্ত তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মক্কায় ছিলেন, মক্কা উত্তম ছিল * যখন তিনি মদীনায় তাশরীফ নিয়ে আসেন তখন মদীনা উত্তম হয়ে যায় * যখন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জান্নাতে তাশরীফ নিয়ে যাবেন তখন জান্নাত উত্তম হয়ে যাবেএখন পর্যন্ত যেহেতু রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মদীনায় অবস্থান করছেন   

 

পবিত্র কুরআনে মদীনার কল্যাণময় আলোচনা

          প্রিয় ইসলামী ভাইয়েরা! মদীনা মুনাওয়ারা অত্যন্ত উচ্চমর্যাদা সম্পন্ন শহর, আল্লাহ পাক পবিত্র কুরআনের অসংখ্য জায়গায় এর কল্যাণময় আলোচনা করেছেন, যেমন: পবিত্র কুরআনের একটি জায়গায় মদীনা মুনাওয়ারাকে مُدْخَلَ صِدْقٍ (অর্থাৎ প্রবেশের সত্য স্থান) বলা  হয়েছে * অপর এক স্থানে মদীনা মুনাওয়ারাকে দারুল হিজরত (অর্থাৎ হিজরতের স্থান) এবং * দারুল ঈমান (অর্থাৎ ঈমানের ঘর) বলা হয়েছে * আরেকটি স্থানে এই বরকতময় শহরকে হাসানা (অর্থাৎ সুন্দর) বলা  হয়েছে

 

মদীনা হলো “আল্লাহর ভূমি”

          অনুরুপভাবে মদীনা মুনাওয়ারার একটি মহান গুরুত্বপূর্ণ ফযিলত হলো, আল্লাহ পাক কুরআনের মধ্যে সেটাকে ارض الله (অর্থাৎ আল্লাহর ভূমি) বলে আখ্যায়িত করেছেনসুতরাং ইরশাদ  হয়েছে:

اَلَمْ تَکُنْ اَرْضُ اللّٰہِ وَاسِعَۃً فَتُہَاجِرُوْا فِیْہَا ؕ

(পারা: ৫, সূরা: নিসা, আয়াত: ৯৭)                   কানযুল ঈমান থেকে অনুবাদ: আল্লাহর যমীন কি প্রশস্ত ছিলোনা যে, তোমরা তাতে হিজরত করতে

 

          ওলামায়ে কেরাম বলেন: উক্ত আয়াতে ارض الله দ্বারা উদ্দেশ্য হলো মদীনা শরীফ। (ওয়াফায়ুল-ওয়াফা, খণ্ড:১, পৃষ্ঠা: ৫২) তদ্রূপ আরেকটি স্থানে আল্লাহ পাক মদীনা মুনাওয়ারাকে ارضى (আমার ভূমি) বলেছেনইরশাদ করেন:

یٰعِبَادِیَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّ  اَرْضِیْ وَاسِعَۃٌ   فَاِیَّایَ  فَاعْبُدُوْنِ (۵۶)

(পারা: ২১, সূরা: আনকাবুত, আয়াত: ৫৬)           কানযুল ঈমান থেকে অনুবাদ: হে আমার বান্দারা, যারা ঈমান এনেছো! নিশ্চয়ই আমার পৃথিবী প্রশস্ত সুতরাং আমারই ইবাদত করো

 

          তাফসীর সিরাতুল-জিনানে রয়েছে: উক্ত আয়াতটি মক্কার সেইসব দূর্বল মুসলমানদের পক্ষে নাযিল হয়েছিলো, যারা সেখানে থেকে ইসলাম প্রকাশে বিপদ ও কষ্টের সম্মুখীন ছিল এবং চরম সংকীর্ণতার মধ্যে ছিল। আল্লাহপাক তাদের হুকুম দিলেন যে, হে আমার বান্দাগণ! আমার ইবাদত তো আবশ্যক, এখানে থেকে না পারলে মদীনা শরীফে হিজরত করো! সেটা বিস্তীর্ণ ভূমি(সিরাতুল-জিনান, পারা:২০, সূরা: আনকাবুত,৫৬ নং আয়াতের পাদটীকা, খণ্ড:৭)