Madine Ki Barkatain

Book Name:Madine Ki Barkatain

মাদ্রাসাতুল মদীনা অনলাইন বিভাগ

          দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে নেক কাজ করার এবং গুনাহ থেকে বাঁচার জন্য মন মানসিকতা দেওয়া  হয়, তাই আমাদেরও উচিত নেক কাজ করতে, গুনাহ থেকে বাঁচতে, দ্বীনি জ্ঞান বৃদ্ধি করতে  এবং ইশকে রাসূল বৃদ্ধি করতে দাওয়াতে-ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়া اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামী কমবেশি ৮০টি বিভাগে নেকীর দাওয়াত প্রচারে নিয়োজিত রয়েছে, যার মধ্যে একটি হলো মাদ্রাসাতুল মদীনা অনলাইনশাওয়াল ১৪৩২ হিজরী- অনুযায়ী সেপ্টেম্বর ২০১১ সালে মজলিস মাদ্রাসাতুল মদীনা অনলাইন প্রতিষ্ঠিত  হয়এই বিভাগের অধীনে ইন্টারনেটের মাধ্যমে, অনেক দেশের মুসলমানদের শুধুমাত্র বিনামূল্যে সঠিক উচ্চারণ সহ পবিত্র কুরআন শেখানো  হয়  শুধু তাই নয় বরং ইসলামের মৌলিক শিক্ষা যেমন; অযু, গোসল, আযান, নামায, যাকাত, রোজা এবং হজ ইত্যাদির মাসলা মাসায়েল ও শেখানো  হয় দাওয়াতে ইসলামীর ওয়েবসাইটে (www.dawateislami.net) এ এই বিভাগের বিস্তারিত তথ্য এবং ভর্তির ফরম রয়েছে, অতএব, মাদ্রাসাতুল মদীনা অনলাইনে ভর্তির ইচ্ছুক ইসলামী ভাইদের অবশ্যই দাওয়াতে ইসলামীর এই ওয়েবসাইটটি ভিজিট করুনতবে মনে রাখবেন, বর্তমানে মাদ্রাসাতুল মদীনা অনলাইন সুবিধা শুধুমাত্র বিদেশে স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য।

 

বাবরি এবং মাথার চুল ইত্যাদি সংক্রান্ত সুন্নাত ও আদব

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন শায়খে তরিক্বত আমীরে-আহলে-সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা  ১৬৩ মাদানী ফুল থেকে বাবরি এবং মাথার চুল সংক্রান্ত সুন্নাত ও আদব শ্রবণ করি: হুযুরে আকরাম, নূরে মুজাস্সম  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাবরি চুল মোবারক (চুলের গোছা) কখনো অর্ধ কান পর্যন্ত, *  কখনো কান মোবারকের লতি পর্যন্ত এবং * কখনো চুল মোবারক বেড়ে যেত তখন কাধ মোবারককে দুলে দুলে স্পর্শ করতো। (আশশামায়িলুল মুহাম্মদীয়া, ১৮, ৩৪, ৩৫) * সদরুশ শরীয়া, বদরুত তরিকা, হযরত আল্লামা মাওলানা মুফতী মুহাম্মদ আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন: পুরুষের জন্য মহিলাদের মতো চুল লম্বা রাখা জায়েয নেইকিছু মানুষ সুফী সাজার জন্য লম্বা চুল রাখে, যা তাদের বুকে সাপের মতো ঝুলে থাকে, আর কিছু (মহিলাদের মত) খোপা বাঁধে, বা কিছু জট বাঁধে এগুলো নাজায়েয এবং শরীয়াতের পরিপন্থি(বাহারে শরীয়ত, ৩/৫৮৭)

 

ঘোষণা

          বাবরি এবং মাথার চুল ইত্যাদির অবশিষ্ট সুন্নাত ও আদত শেখা শেখানোর হালকায় বয়ান করা হবে, অতএব, সেগুলো জানতে শেখা শেখানোর হালকা অবশ্যই অংশগ্রহণ করুন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد