Madine Ki Barkatain

Book Name:Madine Ki Barkatain

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ২৫ জুলাই ২০২৪ইং

(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(
৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।

 

বাবরি এবং মাথার চুল ইত্যাদির অবশিষ্ট সুন্নাত ও আদব

          ছোট মেয়েদের চুলও পুরুষের মতো করে কাটাবেন না, ছোটবেলা থেকে তাকে মহিলা সূলভ লম্বা চুল রাখার মানসিকতা তৈরী করবেন। * সুন্নাত হচ্ছে, যদি মাথায় চুল থাকে, তবে মধ্যখানে সিঁথী কাটা। (প্রাগুক্ত) * আজ-কাল কাঁচি বা মেশিনের মাধ্যমে মানুষ কোথাও বড় কোথাও ছোট করে কিছু কাটিং করতে দেখা যায়, এমন চুল রাখা সুন্নাত নয়। * নিচের ঠোঁট এবং এর মধ্যবর্তী স্থানের পশমের আশে-পাশের চুল মুন্ডানো অথবা উপড়িয়ে ফেলা বিদাত। (আলমগিরী, ৫/ ৩৫৮) * দাঁড়ি অথবা মাথায় মেহেদী লাগিয়ে শয়ন করা উচিত নয়, এক হাকীমের বর্ণনায় এসেছে এভাবে মেহেদী লাগিয়ে শোয়ার ফলে মাথা ও অন্য বস্তুর গরম তাপ চোখে নেমে আসে, যা দৃষ্টি শক্তির জন্য অত্যন্ত ক্ষতিকর। * মেহেদী ব্যবহারকারীর গোফ এবং দাঁড়ির খতের কিনারায় দাঁড়িগুলো অল্প সময়ে সাদা ভাব প্রকাশ পায়, যা দেখতে সুন্দর দেখায় না তাই যদিও বার বার সম্পূর্ণ দাড়িতে মেহেদী লাগানো সম্ভব না হয়, শুধুমাত্র যেখানে সাদা চুলের প্রকাশ পায় সেখানে প্রতি চার দিন পর পর ঐ সমস্ত জায়গায় যেখানে সাদা চুল দৃষ্টিগোচর হয়, সেখানে সামান্য সামান্য মেহেদী লাগিয়ে দেয়া উচিত। (শরহুস সূদুর, পৃষ্ঠা: ১৫২)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

 

 

মদীনা মুনাওয়ারায় শাহাদাতের দোয়া

          দাওয়াতে ইসলামের সাপ্তাহিক সুন্নাতে পরিপূর্ণ ইজতেমার সময়সূচী অনুযায়ী মদীনা মুনাওয়ারায় শাহাদাতের দোয়া মুখস্ত করানো হবে, দোয়াটি হলো:

اَللّٰہُمَّ ارْزُقْنِی شَھَادَۃً فِیْ سَبِیْلِکَ وَاجْعَلْ مَوْتِی فِیْ بَلَدِ رَسُوْلِکَ صَلَّی اللهُ عَلَیْہِ وَسَلَّم

(বুখারী,১/৬২২, হাদীস:১৮৯০)

          অনুবাদ: হে আল্লাহ পাক! আমাকে তোমার পথে শাহাদাত এবং তোমার মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শহরে মৃত্যু দান করো।

(ফয়যানে ফারুকে আযম, পৃষ্ঠা:২৮২)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি

 

          প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের  জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।

(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)

          আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে ভালো ভালো নিয়্যতকরে নিই।