Madine Ki Barkatain

Book Name:Madine Ki Barkatain

                                                سُبْحَانَ الله! এটাও মদীনার অনন্য মহিমা, ওলামায়ে কেরাম বলেনঃ এটি মদীনার ভূমির প্রভাব যে, এখানে যে অমুসলিম বা মুনাফিক হিসেবে আসে, মদীনা শরীফ তাদেরকে খাঁটি মুমিনে পরিণত করে দেয় আর যদি সে চির হতভাগা  হয়, অনেক জেদি অমুসলিম  হয় বা মুনাফিক  হয়, তবে মদীনা শরীফ তাকে এখান থেকে বাহিরে বের করে দেয়

(ওয়াফায়ুল-ওয়াফা, অধ্যায়:১, খণ্ড :২)

 

ইয়াওমুল-খিলাস (অর্থাৎ পরিচ্ছন্নতার দিন) কি?

          মুসনাদে আহমদে বর্ণিত আছে, একদা প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم খুতবা প্রদান  করেন, তখন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ৩ বার বললেন: یَوْمُ الْخِلَاص وَ مَایَوْمُ الْخِلَاصِ পরিচ্ছন্নতার দিন...!! পরিচ্ছন্নতার দিন  কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم!  ইয়াওমুল- খিলাস বলতে কী বোঝায়? তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেনঃ (কিয়ামতের নিকটে) দাজ্জাল আসবে এবং সে উহুদ পাহাড়ে আরোহণ করে মদীনার দিকে তাকাবে এবং তার সাথীদেরকে বলবেঃ তোমরা কি সাদা প্রাসাদটি দেখছো? এটি আহমদে (মুজতবা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) এর মসজিদ, অতঃপর দাজ্জাল মদীনায় প্রবেশের চেষ্টা করবে, কিন্তু মদীনার সমস্ত রাস্তায় ফেরেশতারা হিফাযতের জন্য বিদ্যমান থাকবে (তাই শতান দাজ্জাল এখানে প্রবেশ করতে পারবে না) অবশেষে মদীনার নিকটবর্তী লবণাক্ত ভূমিতে অবস্থান করবে, তারপর মদীনা মুনাওয়ারায় ৩বার ভূমিকম্প হবে। যাতে আতঙ্কিত হয়ে সমস্ত মুনাফিক মদীনা থেকে বের হয়ে দাজ্জালের কাছে চলে যাবে, এটা হলো  ইয়াওমুল-খিলাস (অর্থাৎ মদীনা শরীফের পরিচ্ছন্নতার দিন)

          প্রিয় ইসলামী ভাইয়েরা! এ থেকে জানা গেল যে, মদীনা শরীফ কোন বেঈমানকে আশ্রয় দেবে না এবং সাথে সাথে এটাও জানা গেল যে, যারা মদীনার প্রকৃত প্রেমিক, যারা দৃঢ় ঈমানদার তারা কোন অবস্থাতেই মদীনা ত্যাগ করা পছন্দ করবে না! দেখুন কিয়ামতের সন্নিকটে মদীনায় ভূমিকম্প হবে, সেই সময় সেখানে খাঁটি মুসলমানও থাকবে, মুনাফিক ও লুকিয়ে থাকা অমুসলিমও থাকবে, মুনাফিকরা তো ভূমিকম্পে আতঙ্কিত হয়ে মদীনা ছেড়ে চলে যাবে, কিন্তু খাঁটি মুসলমান, সত্য ও প্রকৃত প্রেমিকরা তখনও মদীনা ছেড়ে কোথাও যাবেনাسُبْحَانَ الله এটা হলো প্রকৃত প্রেমিক এবং খাঁটি মুসলমানের পরিচয়

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

(৫) মদীনা গুনাহ মোচনকারী শহর

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা হাদীস শরীফ শুনেছি, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  ইরশাদ করেন: اَلْمَدِیْنَۃُ کَالْکِیْرِ  تَنْفِیْ خُبُثَہَا وَ یَنْصَحُ طَیِّبَہَا মদীনা চুল্লির মত যা লোহার মরিচা দূর করে এবং উত্তমকে নিখুঁত করেএই হাদীসের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম এটাও লিখেছেন যে, মদীনা হলো সেই বরকতময় শহর যে, হতভাগা জেদি অমুসলিম ও মুনাফিকদের তো‌ সেখান থেকে বের করে দেয়, কিন্তু  সেই মুসলমান যে অন্তর থেকে কালেমা পাঠ করেছে, প্রিয় নবী, মক্কী মাদানী