Madine Ki Barkatain

Book Name:Madine Ki Barkatain

          সেখানে এক দুবার নয় বরং বারংবার এমন হয়, কেবল অন্তরে ধারণা আসে সঙ্গে সঙ্গে মনবাসনা পূরণ হয়ে যায়, কোন বিপদ এলে, কোন সমস্যায় পড়ে গেলে শুধু  ইয়া রাসূলাল্লাহ বলতে দেরি  হয় সমস্যা দূর হতে দেরি  হয় না।

 

মনবাসনা পূর্ণ হওয়ার সংক্ষিপ্ত ঘটনাবলী

          এ সংক্রান্ত হাজারো ঘটনা কিতাবে লিপিবদ্ধ রয়েছে; যেমন, ইমাম তাবারানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর দুই বন্ধুকে  নিয়ে মদীনা শরীফ উপস্থিত হন, দুদিন ধরে ক্ষুধার্ত ছিলেন, খাবার খাননি, নববী দরবারে আরজ করলেন, প্রিয় নবী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কারো স্বপ্নে এসে তাকে খাবার পৌঁছানোর নির্দেশ দিলেন * হযরত আহমদ বিন নাফিস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নববী দরবারে পৌঁছলেন, ক্ষুধা লেগেছিলো, মক্কী মাদানী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে আরজ করলেন, কিছু সময় যেতে না যেতেই একজন  লোক আসলো তাঁকে সাথে নিয়ে ঘরে গেল, উন্নতমানের খাবার পরিবেশন করলো এবং বললো পরিতৃপ্ত হয়ে খেয়ে নিন কারণ মক্কী মাদানী মোস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে আপনার আতিথেয়তার নির্দেশ দিয়েছেন * হযরত আহমদ বিন মুহাম্মদ সুফি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ পায়ে হেঁটে মদীনায় পৌঁছেন, জঙ্গল  অতিবাহিত করার সময় কঠিন অসুবিধার সম্মুখীন হন, যখন রওযা শরীফে পৌঁছলেন তখন সালাম আরজ করলেন, তারপর ঘুমিয়ে গেলেন, ঘুমানোর সাথে সাথেই তার ঘুমন্ত ভাগ্য জাগ্রত হলো প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم স্বপ্নে তাশরীফ আনলেন, করুণাও করলেন এবং খরচের  জন্য দিরহাম ও (অর্থাৎ  রৌপ্য মুদ্রা) দান করলেন * তদ্রূপ হযরত আবুল-খায়র رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নববী দরবারে উপস্থিত হলেন, নববী দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন: اَنَا ضَیْفُکَ یَارَسُوْلَ اللہ অর্থাৎ হে আল্লাহর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি আপনার অতিথিএ কথা বলে মিম্বর শরীফের কাছে গিয়ে ঘুমিয়ে পড়লেন, মাথার চোখ বন্ধ হলো, অন্তরের চোখ খুলে গেলো, মক্কী মাদানী তাজদার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم স্বপ্নে এলেন, তার  প্রেমিকের উপর করুণা করলেন, খাবারের জন্য রুটি দান করলেন, অর্ধেক রুটি তিনি স্বপ্নে খেয়ে নিয়েছিলেন, যখন ঘুম থেকে জাগ্রত হলেন তখন অবশিষ্ট অর্ধেক রুটি তার হাতেই ছিল * প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন , মুফতি আহমদ  ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যখন মদীনা শরীফে উপস্থিত হন  তখন তাঁর সেখানে একটি কলম খুবই পছন্দ  হয়, তিনি এটি কিনতে চান, কিন্তু তাঁর কাছে পর্যাপ্ত অর্থ ছিল না, সুতরাং তিনি নববী দরবারে আরজ করলেন, অনুরোধ পেশ করে বাসভবনে ফিরে গেলেন, কিছুক্ষণ পর তাঁর এক বন্ধু এলেন, তাঁর হাতে সেই একই কলম এসে মুফতি সাহেবকে পেশ করলেন এবং বললেনঃ এটি আমি আপনার জন্য উপহার এনেছি। মুফতি সাহেব বলেন: আমি মক্কী মাদানী তাজদার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দান মনে করে রেখে দিলাম এবং এই নিয়ত করলাম এই কলম দিয়ে পবিত্র কুরআনের তাফসীর লিখবো