Madine Ki Barkatain

Book Name:Madine Ki Barkatain

জান্নাতুল বাকী চলে গেলাম, এমতাবস্থায় আমার অন্তরে ধারণা জন্মালো যে, سُبْحَانَ الله মদীনা শরীফ হলো সেই বরকতময়ময় শহর যেখানে দুটি জান্নাত রয়েছে: (১) রওযাতুল জান্নাহ (২) আর দ্বিতীয়টি হলো জান্নাতুল বাকী। এরকম কথা ভাবতে ভাবতে আমি আমার বাসস্থানের দিকে যাচ্ছিলাম, পথে সেই মাজযুব সাহেবের পাশ দিয়ে অতিক্রম করলাম, তিনি আমাকে ডাকলেন: اَخِی! تَعَال! ভাই এদিকে এসো...!! اِسْمَعْ کَلَامِی আমার কথা শোন! আমি কাছে চলে এলাম, তিনি তাঁর হাত আমার কাঁধে রাখলেন এবং বললেনঃ وَ اللهِ الْعَظِیْم اللهُ حَیٌّ وَرَسُوْلُہٗ حَیٌّ অর্থাৎ মহান আল্লাহর শপথ, আল্লাহ পাক ও জীবিত এবং তাঁর দানক্রমে তার প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ও জীবিতوَاللهِ الْعَظِیْم اللهُ یَنْظُرُ وَ رَسُوْلُہٗ یَنْظُرُ অর্থাৎ মহান আল্লাহর শপথ, আল্লাহ পাক ও দেখছেন এবং তাঁর দানক্রমে তার প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ও দেখছেন। এই শপথ গ্রহণের পর তিনি বললেনঃ وَ اللهِ الْعَظِیْم! اَلْمَدِینَۃُ کُلُّہَا جَنَّۃُ الْفِرْدَوْس আল্লাহ পাকের শপথ! সমগ্র মদীনা শরীফ (এ শুধু দুটি জান্নাত নয় বরং মদীনা শরীফ) হলো জান্নাতুল ফেরদৌস! (মদীনাতুর রাসূল, পৃষ্ঠা: ৪১৫) 

 

          মাওলানা মনজুর আহমদ শাহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উক্ত ঘটনাটি সায়্যিদি কুতুবে মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সামনে, মাহফিলের মধ্যে বর্ণনা করলেন তখন লোকদের সেই মাজযুব সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে সাক্ষাৎ করার আগ্রহ জন্মালো কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তাকে কোথাও পাওয়া গেল না 

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! মদীনা তো মদীনা, মদীনা শরীফের কি অনন্য মহিমা, সত্যিই মদীনা মুনাওয়ারা আশিকের জান্নাত

 

জান্নাত কিসের দ্বারা নির্মিত

          প্রিয় ইসলামী ভাইয়েরা! সেই মাজযুব সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মদীনা শরীফকে জান্নাতুল ফেরদৌস বলেছেন, হতে পারে মনে প্রশ্ন জাগবে যে, মদীনা কিভাবে জান্নাত হতে পারে?

          এটা কোন কঠিন বিষয় নয়, আমরা একটু মনোযোগ দিলেই اِنْ شَآءَ الله ব্যাপারটা বুঝতে পারবোইমাম বুখারী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শিক্ষকদের শিক্ষক মুহাদ্দিস আব্দুর রাজ্জাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একটি হাদীস শরীফ উল্লেখ  করেছেন, অত্যন্ত প্রসিদ্ধ হাদীসসাহাবীয়ে রাসূল হযরত জাবির رَضِیَ اللهُ عَنْہُ নববী দরবারে উপস্থিত  হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? নূরানী নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: ہُوَ نُوْرُ نَبِیِّکَ یَاجَابِرُ অর্থাৎ হে জাবির! আল্লাহ পাক সর্বপ্রথম যে জিনিস সৃষ্টি করেছেন তা হলো তোমার নবী (রাসূল হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) এর নূর  মুবারক