Madine Ki Barkatain

Book Name:Madine Ki Barkatain

শয়তানও আক্রমণ করে, নফস গুনাহ করিয়ে দেয়, তার হৃদয় জাগতিকতার দিকে ঝুঁকে পড়ে যার হলে ঈমান দুর্বল হতে থাকে, তখন ঈমানকে আবার সতেজ করতে  হয় এবং এই সতেজতা কিভাবে পাওয়া যায়? তিনি বললেনঃ اِنَّ الْاِيمَانَ لَيَاْرِزُ اِلَى الْمَدِينَةِ ঈমান মদীনার দিকে সঙ্কুচিত হয় অর্থাৎ আশিকানে-রাসূল যখন দুনিয়াতে  থাকে, অন্যান্য শহরে, নিজ নিজ এলাকায় থাকে, সেখানে তারা পৃথিবীর মানুষের সাথে উঠাবসা করে, শয়তানের সাথেও আদান-প্রদান হয়, নফসও ঘায়েল করে, ফলে তার ঈমান দুর্বল হওয়া শুরু করে, তারপর সে মদীনা মুনাওয়ারায় পৌছায়, মদীনা মুনাওয়ারার আবহাওয়া এতই অনন্য, এতই ঈমান উদ্দীপক যে, এর বরকতে ঈমান আবারও সতেজ  হয়

 

মদীনার খেজুর দ্বারা ঈমানের তাজাকরণ

          মহান আশিকে রাসূল হযরত মুহাদ্দিসে আযম পাকিস্তান, মাওলানা সর্দার আহমদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মদীনা মুনাওয়ারাকে অগাধ ভালোবাসতেন, তাঁর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মাহফিলে প্রায়ই মদীনা মুনাওয়ারার আলোচনা  হতো , যদি কোন মদিনার মুসাফির তার নিকট উপস্থিত হতো তখন তিনি তার কাছে মদীনার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করতেন, মদীনা মুনাওয়ারায় বসবাসরত আশিকানে রাসূলের ভালো-মন্দ জিজ্ঞেস করতেন, যদি কেউ তাবাররুক পেশ করতো তবে তিনি খুব আনন্দের সাথে তা গ্রহণ করতেন। একবার এক হাজী সাহেব মদীনা থেকে এলো, সে খেজুর নিয়ে উপস্থিত হলো এবং হযরত মুহাদ্দিসে আযম পাকিস্তান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর  খেদমতে পেশ করলো তখন দাওরায়ে হাদীস চলমান ছিল। (অর্থাৎ ক্লাস অব্যাহত ছিল) এবং মুহাদ্দিসে আযম পাকিস্তান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হাদীস শরীফ পড়াচ্ছিলেন।

          তিনি সকল ছাত্রদের মধ্যে খেজুর বন্টন করে একটি খেজুর তার চিবুকের নিচে চেপে বললেনঃ  মদীনার খেজুর যতক্ষণ পর্যন্ত গলে গলে ভিতরে যাবে ততক্ষণ পর্যন্ত ঈমান সতেজ হতে থাকবে।

(হায়াতে মুহাদ্দিসে আযম পাকিস্তান, পৃষ্ঠা:১৫৫)

 

                                                سُبْحَانَ الله                                            ! এই হলো মদীনার বরকত...!! মদীনা শরীফ ঈমানকে সতেজকারী শহর, আর যারা প্রেমিক, তাদের তো মদীনার নাম শুনলেই ঈমান তাজা হয়ে যায়, প্রেমিকদের ঈমান মদীনার জিনিস দেখে, মদীনা থেকে আগত তাবাররুক দেখে, মদীনার খেজুর খেয়ে নিজের শহরে থেকেও তাজা হয় তাহলে যখন তারা মদীনায় পৌঁছবে তখন ঈমানের সতেজতার কি অবস্থা হবে?

 

(৭) মদীনা শরীফ আরোগ্যদানকারী শহর

          প্রিয় ইসলামী ভাইয়েরা! মদীনা মুনাওয়ারা যেভাবে বাতিনকে পরিশুদ্ধকারী, ঈমানকে সতেজকারী, অভ্যন্তরীন রোগ থেকে আরোগ্য প্রদানকারীতদ্রূপ এই পবিত্র শহর বাহ্যিক রোগ থেকেও আরোগ্য প্রদানকারীজী হ্যাঁ! মদীনা শরীফের সুন্দর, চমৎকার ও অপূর্ব নাম সমূহের মধ্যে একটি অপূর্ব নাম হলো: الشافية অর্থাৎ আরোগ্য প্রদানকারী শহর। * প্রিয় নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: غُبَارُ الْمَدِیْنَۃِ شِفَاءٌ  মদীনা মুনাওয়ারার ধূলোবালি