Book Name:Madine Ki Barkatain
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে
আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস
গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান
শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত
করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো
* আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের
কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
শায়খে তরিক্বত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পীর সাহেব সায়্যিদি কুতুবে মদীনা মাওলানা যিয়াউদ্দিন মাদানী সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একজন মহান ওলীয়ে কামিল ছিলেন। তাঁর এই সৌভাগ্য অর্জিত হয়েছে যে, তিনি ৭৫ বছর মদীনা মুনাওয়ারায় জীবন যাপন করেছেন। এখনও اَلْحَمْدُ لِلّٰه জান্নাতুল-বাক্বীতে বিশ্রাম নিচ্ছেন। (আনওয়ারে কুতুবে মদীনা, পৃষ্ঠা: ৩৩৭)
সায়্যিদি কুতুবে-মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এই অভ্যাস ছিল যে, তাঁর বাসভবনে মাহফিল হতো, পাকিস্তান, ভারত এবং অন্যান্য দেশ থেকে যে ওলামায়ে কেরামগণ মদীনা মুনাওয়ারায় উপস্থিত হতেন তারাও সেই মাহফিলে বয়ান করতেন।
একবার পাকিস্তানের একজন মহান আলিমে দ্বীন হযরত আল্লামা মনযুর আহমদ শাহ সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মদীনায় উপস্থিত ছিলেন, তিনি সায়্যিদি কুতুবে-মদীনা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বাসভবনে মাহফিলে বয়ান করেন উক্ত মাহফিলে তিনি স্বয়ং নিজের একটি ঘটনা বর্ণনা করেন, অত্যন্ত ঈমানোদ্দীপক ঘটনা, তিনি বলেন: মদীনা মুনাওয়ারায় যেখানে আমার বাসস্থান সেখান থেকে মসজিদে নববী শরীফ আসার সময় পথিমধ্যে একজন মাজযুব সাহেব দেখা যেতো, (মাজযুবও আল্লাহ পাকের ওলী এবং শরীয়তের অনুগত থাকেন, তাদের উপর আল্লাহ পাকের ভালোবাসা এতটাই অপ্রতিরোধ্য হয়ে ওঠে যে, তাদের দুনিয়ার হুশ থাকে না, এই কারণেই বাহ্যিকভাবে তাদের পাগল মনে হয়)।
যাক! আল্লামা মনজুর আহমদ শাহ সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: মাজযূব সাহেব রাস্তায় দেখা যেত, কিন্তু কখনো তার প্রতি কোন বিশেষ মনোযোগ দেয়া হয়নি আমি তাকে কোন সাধারণ পাগল মনে করে পাশ কাটিয়ে যেতাম। একদিন রওযাতুল জান্নাহ (জান্নাতের বাগান অর্থাৎ প্রিয় নবী মাদানী মোস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর রওযা মুবারক ও মিম্বর শরীফের মধ্যবর্তী স্থানে) উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জিত হলো, সেখানে সৌভাগ্য অর্জন করার পর