Book Name:Pyary Aaqa K Pyary Naam
(পারা: ২২, সূরা আহযাব, আয়াত: ৪৫) কানযুল ঈমান থেকে অনুবাদ: হে অদৃশ্যের সংবাদদাতা (নবী)! নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি, ‘উপস্থিত’ ‘পর্যবেক্ষণকারী’ (হাযির-নাযির) করে, সুসংবাদদাতা এবং সতর্ককারীরূপে।
রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই ৩টি মুবারক নাম হলো: (১): শাহিদ (২): মুবাশশির (৩): নাযীর। শাহিদ অর্থ: সাক্ষী। আর সাক্ষী তিনিই হয়ে থাকেন যিনি উপস্থিত থাকেন আর দেখেনও, অর্থাৎ উপস্থিতও থাকেন, প্রত্যক্ষদর্শীও, যখন আল্লাহ পাক বলছেন হে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমি আপনাকে সাক্ষী হিসেবে প্রেরণ করেছি অর্থাৎ আমি আপনোকে হাযিরও বানিয়েছি, নাযিরও বানিয়েছি সুতরাং বোঝা গেলো আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রওযায়ে পাকে অবস্থান করছেন, জীবিত রয়েছেন এবং তাঁর সমস্ত উম্মতদের দেখছেন, অতঃপর যখন চান যেখানে চান তাশরিফও নিয়ে যান।
একইভাবে রাসূলে করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আরও একটি নাম হলো: মুবাশশির অর্থাৎ সুসংবাদ প্রদানকারী। اَلْحَمْدُ لِلّٰه প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সুসংবাদ প্রদানকারী, তিনি ঈমানদারদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে থাকেন, আল্লাহ পাকের নৈকট্যতার সুসংবাদ শুনিয়ে থাকেন, যারা নামাযী, যারা রোযাদার, যারা নেকীর কাজ সম্পাদনকারী, যারা সৎপথে চলে, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাদেরকে দুনিয়াতে কল্যাণের সুসংবাদ শুনিয়ে থাকেন, সাকারাতের সময়ের সহজতার সুসংবাদ দেন, কবরে আরাম ও প্রশান্তির সুসংবাদ শুনিয়ে থাকেন, হাশরে, হিসাবের সময়, পুলসিরাতে নিরাপত্তার সুসংবাদ শুনিয়ে থাকেন, আর এই সুসংবাদও শুনিয়ে থাকেন যে আল্লাহ ও রাসূলের বিধানের উপর আমল করে, আল্লাহ পাক আপন রহমতে তাকে জান্নাতও দান করবেন এবং জান্নাতে তাঁর দিদারও দান করবেন।
* এইভাবে রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একটি প্রিয় নাম হলো নাযীর অর্থাৎ ভীতি প্রদর্শনকারী নবী। আমাদের প্রিয় নবী, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ভীতি প্রদর্শন করেন, কাকে? অমুসলিম, নাফরমানদের, যারা আল্লাহ পাকের নাফরমানী করে, নেকীর পথ ছেড়ে গুনাহের পথ অবলম্বন করে, নামায পড়ে না, বিনা অপারগতায় রোযা বর্জন করে, অন্যকে কষ্ট দেয়, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, আল্লাহ পাককে ভয় করে না, কুরআন ও সুন্নাতের বিরোধিতা করে, অমুসলিমদের পথে চলে, আমার নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করেন, কবর ও আখিরাতের আযাবের ব্যাপারে ভীতি প্রদর্শন করেন এবং এটা স্পষ্ট বলে দিয়েছেন যে, কিয়ামত দিবস আনুগত্যশীলদের জন্য আনন্দদায়ক হবে তবে নাফরমান বান্দারা আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হবে অতঃপর বেদনাদায়ক আযাবের স্বাদ গ্রহণ করবে।
আল্লাহ পাক আমাদেরকে তাঁর বাধ্যগত বান্দা হওয়ার তৌফিক দান করুক। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد